প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ১:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৪:৩৪ পি.এম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাস্টিস ফর জুলাইয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাস্টিস ফর জুলাই চব্বিশের বিপ্লব পরবর্তী বাংলাদেশের স্বাধীনতা রক্ষা এবং বিপ্লবে সংশ্লিষ্ট প্রত্যেকটি ব্যক্তির ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত একটি সংগঠন।
আজ ৩০ অক্টোবর, ২০২৪ইং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাঁঠালতলায় সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক আরেফিন মোহাম্মদ ও সহকারী সদস্য সচিব মীর ছিবগাতুল্লাহ তকির উপস্থিতিতে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সঞ্চালনা করেন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য আবরার হামিম।
মতবিনিময় সভায় আরেফিন মোহাম্মদ বলেন, "জুলাইয়ে জনগণের যে প্রত্যক্ষ রাজনৈতিক উত্থান দেখা গেছে, এটি নতুন এক বাংলাদেশ বিনির্মানের সূত্রপাত কেবল। জুলাইয়ের শহীদেরা আমাদের এক দীর্ঘ লড়াইয়ের মুখে দাঁড় করিয়ে দিয়ে গেছেন। যে লড়াইয়ে জনতার প্রধানতম প্রতিপক্ষ পতিত স্বৈরাচারের রেখে যাওয়া বাহাত্তরের বাকশালি সংবিধান। আমরা জাস্টিস ফর জুলাইয়ের অধীনে শহীদদের স্বীকৃতি, আহতদের সুচিকিৎসা এবং খুনিদের বিচার নিয়ে কাজের পাশাপাশি সাংবিধানিক পরিবর্তনের মধ্য দিয়ে একটি স্বৈরাচারমুক্ত ও গণতান্ত্রিকভাবে টেকসই বাংলাদেশ চাই।"
মীর ছিবগাতুল্লাহ তকি বলেন, "জুলাই বিপ্লব আমদের সামনে একটি জন আকাঙ্খার বয়ান পেশ করেছে, যাকে সাংস্কৃতিক ও রাজনৈতিক উপায় উপকরণ দিয়ে প্রতিষ্ঠিত করতে হবে। এই কাজে মূল ভূমিকা রাখবে বিশ্ববিদ্যালয়ের মতো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।"
সভায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে জাস্টিস ফর জুলাইয়ের কমিটি গঠন এবং সংগঠনটির কার্যক্রম ছড়িয়ে দিতে শীঘ্রই গণ যোগাযোগ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ব্যাচের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ করা যায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho