প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ৩:২২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩০, ২০২৪, ৮:৪৬ পি.এম
ক্যাম্পাসের ময়লা আবর্জনার স্তূপ অপসরণ করলো জবি ছাত্রদল

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে জমে থাকা ময়লার স্তূপ অপসারণ করে জবি ছাত্রদল।
আজ ৩০ (অক্টোবর) জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রনেতা কাজী জিয়া উদ্দিন বাসেতদের নেতৃত্বে বিভিন্ন জায়গায় দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা আবর্জনার স্তুপ পরিষ্কার অভিযান সম্পন্ন করা হয়।বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ভবন, কলা ভবন, কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার আশেপাশে এবং শহীদ ওয়াসি গেট সংলগ্ন ময়লার স্তূপকে অপসারণ করা হয়।
এ বিষয়ে ছাত্রনেতা কাজী জিয়া উদ্দিন বাসেত বলেন,আমাদের লক্ষ্য হচ্ছে নিজ ক্যাম্পাসকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।সুস্থ ও সুন্দর শিক্ষার পরিবেশ বজায় রাখা। আমার অনেক দিন ধরে লক্ষ্য করেছি ময়লা আবর্জনার স্তূপ গুলো। যখন দেখলাম ক্যাম্পাস প্রশাসন থেকে কোন ধরনের উদ্দ্যেগ নেওয়া হয়নি পরিষ্কার কাজে।আমাদের ছোট উদ্দ্যোগে সেগুলো অপসারণ করি। তাছাড়া আবর্জনার দুর্গন্ধে শিক্ষার্থীদের অস্বস্থিকর এবং যাতায়াতে সমস্যা হয়।এসব বিষয়কে লক্ষ্য করে পুরো দেশকে পরিষ্কার রাখার ঘোষণা দেয় দেশনায়ক তারেক রহমান।সোশ্যাল এবং মানবিক কাজগুলোকে অগ্রাধিকার দেওয়া ছাত্রদলের লক্ষ্য থাকবে এবং ভবিষ্যতে এধরনের কাজগুলি অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho