
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে দুর্নীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। ফ্যাসিষ্ট সরকারের কারও সঙ্গে অন্তর্বর্তী সরকার কাজ করতে চায় না। বর্তমান সরকার সায়মা ওয়াজেদ পুতুলকে বাদ দিয়ে সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে কাজ করতে চায়। এ বিষয়ে সংস্থাটির কাছে চিঠিও দেওয়া হয়েছে।
গতকাল বুধবার (৩০ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এবং উপ-প্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।
গণহত্যায় দোষী সাব্যস্ত হলে শেখ হাসিনাকে ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছেন অপূর্ব জাহাঙ্গীর। তিনি বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের একটি চুক্তি (বন্দি বিনিময়) আছে। এই প্রক্রিয়ায় শেখ হাসিনাকে ফিরিয়ে আনার কাজ চলছে। দোষী প্রমাণিত হলে তাকে ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করা হবে।
রাজনৈতিক দল নিষিদ্ধ ইস্যুতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘আমরা রাজনৈতিক সরকার নই। তাই কোনো দল নিষিদ্ধ বা তাদের কার্যক্রম রহিত করা হবে কি না, সে বিষয়ে বর্তমান সরকার সিদ্ধান্ত নেবে না। রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
সংবাদ সম্মেলনে উপ-প্রেস সচিব মো. আবুল কালাম আজাদ মজুমদার বলেন, সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের চেষ্টা করছে। অপরাধের বিষয়গুলো তদন্ত করে বিচারের আওতায় আনা হবে। আগামী দুই-এক দিনের মধ্যে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির গেজেট প্রকাশ হবে।
প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে আন্তরিক পরিবেশে বৈঠক হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে বাংলাদেশে অফিস খোলার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ বিষয়ে জাতিসংঘ স্বাধীনভাবে কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho