
নিরাপত্তাজনিত কারণে দেশে আসতে পারেননি সাকিব আল হাসান। তাই আসন্ন আফগানিস্তান সিরিজে দেশসেরা এই ক্রিকেটারের খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। এবার সাকিবের খেলা নিয়ে দুঃসংবাদ দিল বিসিবি সভাপতি।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সাকিব ইস্যুতে কথা বলেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।
তিনি বলেন, সাকিব যখন চেষ্টা করছিল দেশে আসার, আসতে পারছিল না। তখন আমি কথা বলেছি তার সাথে ২-১ বার। প্র্যাকটিসেও খুব একটা নেই। আমার মনে হয় ওর একটু সময় দরকার, আবার দলে যোগ দেওয়ার আগে। এখনও সিদ্ধান্ত হয়ে যায়নি। তবে আমার মনে হচ্ছে পরের সিরিজ খেলার সম্ভাবনা কম। বলছি না খেলবে না, তবে না খেলার সম্ভাবনাই বেশি।
আফগানিস্তান সিরিজ না খেললে সাকিব এই সময়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলতে পারেন বলে জানিয়েছেন ফারুক আহমেদ। তার ভাষ্য, সাকিবের মানসিক অবস্থা, আবার একটা টি-টেন লিগও আছে; এখনও পারমিশন দিইনি। সাকিব এখনও ৫০ ওভারের ক্রিকেট ভালো করে খেলতে পারবে আমি বিশ্বাস করি। সামনে খুব গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। কিন্তু মনে হচ্ছে আফগানিস্তান ট্যুর সে মিস করবে।
এর আগে, গতকাল (বুধবার) মিরপুরে বিসিবি সভাপতি বলেছিলেন, আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সাকিব সিলেকশনের জন্য অ্যাভেইলেবল। যেহেতু এখনও দল দেয়নি তার মানে অ্যাভেইলেবল আছে সে।
উল্লেখ্য, প্রোটিয়াদের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের পর খুব একটা বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ। আগামী ৬ নভেম্বর শারজাহয় আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামবে। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ৯ ও ১১ নভেম্বর।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho