
সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়ার ঘটনাকে হালকাভাবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেছেন, ‘খুব নিকট সময়ের ভেতরেই গোপালগঞ্জের পর ঢাকার কচুক্ষেতে এই ঘটনা ঘটল। শ্রমিকদের যদি কোনো ন্যায্য দাবি-দাওয়া থাকে তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ন্যায্যতার ভিত্তিতে সমাধান করবেন। এটাই তাদের কর্তব্য। কিন্তু বিক্ষোভকালে সেনাবাহিনী এবং পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ যদি বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের লক্ষ্যে হয়ে থাকে তাহলে বিষয়টি হালকাভাবে দেখার কোনোই সুযোগ নেই।’
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে তিনি এ কথা বলেন।
আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) কচুক্ষেত এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ-সংঘর্ষের মধ্যে সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের ভ্যানে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া এসময় দুই শ্রমিক গুলিবিদ্ধ হন।
এরা হলেন আল আমিন (১৭) ও ঝুমা আক্তার (১৫)। আল আমিনের পিঠে ও ঝুমার ডান পায়ে গুলি লাগে।
বকেয়া পরিশোধের দাবিতে আজ সকালে চার থেকে পাঁচ হাজার পোশাক শ্রমিক কচুক্ষেত এলাকায় জড়ো হন।
বিক্ষোভে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়লে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ব্যস্ত কচুক্ষেত এলাকা ‘যুদ্ধক্ষেত্রে’ পরিণত হয়। সকাল ৯টা ৫৩ মিনিটে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত গাড়ির আগুন নেভাতে দুটি ইউনিট দ্রুত পৌঁছায়।
অবশেষে সকাল ১০টার দিকে সংঘর্ষ প্রশমিত হয়। বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যায় এবং এলাকাটি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho