
রাজধানীর বিজয়নগর এলাকায় অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর করার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ ও সেনাবাহিনী। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত কার্যালয়টি ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
গতকাল সন্ধ্যায় সাড়ে ৭ টার দিকে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতার সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে জাতীয় পার্টির নেতাকর্মীদের। এসময় বিক্ষুদ্ধ ছাত্র-জনতা জাপা কার্যালয়ে ভাঙচুর ও অগ্নি সংযোগ করে। এসময় তারা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসাইন মুহাম্মদ এরশাদের প্রতিকৃতি ও পার্টির লগোও ভেঙ্গে ফেলে। পরে রাত ৮টার ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় একদল বিক্ষুদ্ধ জনতা ভিতরে ঢুকে আসবাবপত্রও ভাঙচুর করেন।
পরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখান থেকে ছাত্র-জনতাকে সরিয়ে দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্র-জনতা মিছিল করে ফিরে যায়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho