প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৫, ২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৪, ৮:২৩ পি.এম
জিয়া মঞ্চ নেতার ওপর হামলার প্রতিবাদে রাঙ্গুনিয়ায় মানববন্ধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ মানবাধিকার সম্পাদক খোরশেদ আলম ফারুকীর ওপর ছাত্রলীগ ক্যাডার সুমন গং কর্তৃক হামলার প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ নভেম্বর) বিকালে রাঙ্গুনিয়া উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে চট্টগ্রাম- কাপ্তাই মহাসড়কের রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালি চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আবদুল আলী সওদাগরের সভাপতিত্বে ও উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক আবদুস সালাম সবুজ ও কাজী মোহাম্মদ আলমগীরের যৌথ সঞ্চালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ওয়াকিল আহমদ।
প্রধান বক্তা ছিলেন, উত্তরজেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি ইউসুফ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন, উত্তরজেলা যুবদলের সহ-সভাপতি শাহেদ কামাল, সাংস্কৃতিক সম্পাদক মাসুদুর রহমান, সহ সম্পাদক মাস্টার কামাল উদ্দীন, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি ভিপি আনছুর উদ্দিন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুদুর রহমান, পারবেজ মোশাররফ, উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মনজুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এজলাস, উত্তরজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম, দক্ষিণ রাজানগর ইউনিয়ন বিএনপি নেতা নুরুল আলম তালুকদার।
পরে মহাসড়কে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়।
এদিকে ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও এ পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ায় নেতাকর্মীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন। অবিলম্বে আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবিও জানান বক্তারা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho