প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ১০:৫৮ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৪, ৮:২০ পি.এম
সিরাজগঞ্জে সংখ্যালঘুদের ৮ দফা দাবিতে গণসমাবেশ ও মিছিল

সনাতন ধর্মাবলম্বীদের ৮ দফা দাবি বাস্তবায়নের দাবিতে সিরাজগঞ্জে গণসমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সংখ্যালঘুদের অধিকার ও সুরক্ষার দাবিতে আয়োজিত এ সমাবেশে অংশ নেয় অসংখ্য সনাতন ধর্মাবলম্বী। 'আজ বিকেলে সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকায় পৌর মুক্ত মঞ্চে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়। এরপর একটি মিছিল বের করা হয়, যা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বাজার স্টেশনে শেষ হয়। সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার চন্দন পাল এবং সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক দিলীপ গৌর। বক্তারা বলেন, দেশের সংখ্যালঘু সম্প্রদায়কে বিভিন্ন সময়ে নানা নির্যাতন ও হামলার শিকার হতে হয়েছে। আমরা এই দেশের ভূমিপুত্র, এখানে আমাদের জন্ম। তাহলে আমাদের ওপর এত অন্যায় কেন'?
তারা আরও বলেন, সংখ্যালঘুদের অস্তিত্ব রক্ষায় ৮ দফা দাবি বাস্তবায়ন করা জরুরি। এ ছাড়া, সংগঠনের নেতা চিন্ময় প্রভু ও সভাপতি রানা দাসগুপ্তের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানা হলে আমরা আরও কঠোর আন্দোলনে নামব। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক নরেশ চন্দ্র ভৌমিক, সিরাজগঞ্জ পূজা উদযাপন পরিষদের সদস্য এ্যাডভোকেট কল্যাণ কুমার সাহা, ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক পরেশ মাহাতো, সমাজকল্যাণ সম্পাদক রতন বাঁশফোরসহ অন্যান্য নেতৃবৃন্দ এবং সনাতনী ছাত্র সমাজের সদস্যরা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho