
যশোরে ছুরিকাঘাতে আসাদুল ইসলাম (৩৫) নামে এক পরিবহণ শ্রমিক নিহত হয়েছেন। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল ১১টায় তিনি মারা যান। পুলিশের ধারণা ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন তিনি। প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
নিহত আসাদুল ইসলাম যশোর শহরের খড়কি দক্ষিণ পাড়ার জহুরুল ইসলামের ছেলে।
নিহতের স্বজনরা জানান, আসাদুল বাসের হেলপার হিসেবে কাজ করেন। তারা জানতে পারেন আজ ভোরে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ধর্মতলা এলাকায় রেললাইনের পাশে ফেলে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে তিনি মারা যান।
যশোর কোতয়ালী থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, সকালে অজ্ঞাত পথচারীরা আহত অবস্থায় আসাদুলকে হাসপাতালে ভর্তি করে। এরপর তিনি মারা যান। ধারণা করা হচ্ছে আসাদুল ছিনতাইকারীদের হামলার শিকার হন। প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho