প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৮, ২০২৫, ৫:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩, ২০২৪, ১০:৫১ এ.এম
রাউজান উপজেলা আন্তঃ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

ক্রীড়া সংগঠন টিম ওয়ারিয়র্স অব রাউজানের ব্যবস্থাপনায় উপজেলা আন্তঃ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (পহেলা নভেম্বর) বিকালে হলদিয়া ইউনিয়নের এয়াছিন নগর জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডাবুয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ কামাল উদ্দীন।
রাউজান ক্রীড়া সংগঠন টিম ওয়ারিয়র্স এর প্রতিষ্ঠাতা সভাপতি সৌরভ ইসলাম নিজামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের সাবেক অধ্যাপক ড.নূ ক ম আকবর হোসেন।
উদ্বোধক ছিলেন সাবেক ছাত্র নেতা উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল। বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোসলেহ উদ্দীন,
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক এম খোরশেদুল আলম জিকু।
অতিথি ছিলেন শহিদুল ইসলাম, রবিউল আলম, সাহাব উদ্দীন সিকদার, ফোরকান উদ্দীন, নাছির উদ্দীন, লোকমান, ওমর ফারুক। উপস্থিত ছিলেন খেলা পরিচলনা কমিটির সদস্য রনি, রিহান, নয়ন মোরশেদ, জাবেদ ও মহসিন।
বক্তারা বলেন- 'লেখাপড়ার পাশাপাশি আমাদের ছেলেদের ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখতে খেলাধুলা অত্যন্ত জরুরী। তবে খেয়াল রাখতে হবে সব কিছুর আগে লেখাপড়া। মাদক'কে সমাজ থেকে দূর করতে হলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এ ধরনের খেলাধুলা আয়োজন করে সমাজকে বদলাতে পারে বর্তমান যুবকরা'।
বক্তারা আরও বলেন, 'এ ধরনের খেলাধুলার আয়োজনের মাধ্যমে যুব সমাজ বিশ্ব জয় করতে পারবে ভবিষ্যতে'।
বৃষ্টি বিকালের ক্রিকেট টুর্নামেন্টটি উপভোগ করতে দর্শকরা ছুটে আসেন মাঠে। মাঠের চতুর্দিকে ঢুল বাদ্য বাজনা দিয়ে মাথিয়ে রাখে বাজনা দল। এ টূর্ণামেন্টে প্রতিদিন খেলায় অংশ গ্রহন করবে রাউজানের বিভিন্ন ক্রীড়া সংগঠনের টিম গুলো।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho