
গতবছর বক্স অফিসে একের পর এক রেকর্ড করেছিল গ্রেটা গারউইক পরিচালিত ‘বারবি’ সিনেমা। সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেন হলিউড অভিনেত্রী মার্গট রবি। বিশ্বব্যাপী দর্শকদের মন জয় করেছিলেন এ অভিনেত্রী। এবার ভক্তদের তার নতুন অধ্যায়ের খবর জানালেন তিনি। জানা গেল মা হয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
পিপলের প্রতিবেদন থেকে জানা যায় ১৭ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পুত্র সন্তানের জন্ম দেন ‘বার্বি’ খ্যাত এই তারকা। মার্গট রবি ও টম একারলি দম্পতির এটি প্রথম সন্তান। জানা গেছে নির্ধারিত তারিখের দুই সপ্তাহ আগেই মা হয়েছেন অভিনেত্রী। হঠাৎ আগেই অসুস্থ হয়ে যান রবি। তবে কোনো সমস্যা হয়নি, সবকিছু ঠিকঠাক আছে।
চলতি বছরে রবির অন্তঃসত্ত্বা হওয়ার খবর শোনা যায়। জুলাই মাসে স্বামী টম একারলির সঙ্গে লন্ডনে এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই প্রথমবারের মতো বেবি বাম্পসহ প্রকাশ্যে দেখা যায় রবিকে।
উল্লেখ্য, ২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে প্রথম পরিচয় ব্রিটিশ প্রযোজক টম একারলি ও রবির। মার্গো ছিলেন এ সিনেমার অভিনেত্রী আর টম ছিলেন সহকারী পরিচালক। এ সিনেমার সেট থেকে তাদের প্রেমের সূচনা। ২০১৬ সালের ডিসেম্বরে বিয়ে করেন এই দম্পতি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho