
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালাগ্রামে আনোয়ার হোসেন নামে এক জেলেকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত জেলে আনোয়ার হোসেন উপজেলার মাধবপুর ইউনিয়নের ষাইটশালা গ্রামের মৃত্যু হোসেন মিয়ার ছেলে।
নিহত আনোয়ারের ভাই নূর মোহাম্মদ জানান,আমার বড় ভাই একজন জেলে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। গত বুধবার মধ্যে রাতে আমাদের পাশাপাশি জামতলী (দপ্তইরা ডুবায়) মাছ শিকার করতে গেলে আমার ভাইকে মাছ চুরির সন্দেহে জামতলী গ্রামের আরু মিয়ার ছেলে আলাউদ্দিন তার ভাই নিজাম ও সালাউদ্দিন জোরপূর্বক আমার ভাইকে তাদের বাড়িতে নিয়ে আরু মিয়াসহ আরো ৩/৪ জন আমার ভাইকে এলোপাতাড়ি লাঠি ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে আমার ভাই কোন রকম ভাবে তাদের বাড়ি থেকে আমাদের বাড়িতে এসে অজ্ঞান হয়ে যায়। পরে আমার ভাই আনোয়ার হোসেন কে প্রাথমিক চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা নিতে গেলে আমার ভাইয়ের অবস্থা দেখে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার জন্য বলে। আমরা তাৎক্ষণিকভাবে বৃহস্পতিবারে কুমেক হাসপাতালে নিয়ে ভর্তি করাই।চিকিৎসাধীন অবস্থায় আমার ভাই শনিবার মধ্যরাতে মারা যায়। এলাকাবাসী ও আরু মিয়ার ছেলেরা আমাদের উপর জোর প্রয়োগ করে স্থানীয়ভাবে সমাধান করে দিবে বলে একদিন আমার ভাইয়ের লাশ আমাদের বাড়িতে ফেলে রাখে। পরবর্তীতে আমরা হত্যার বিচার মানি না বলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশকে খবর দিলে ব্রাহ্মণপাড়া থানার এস আই শিশির ঘোষ এসে আমার ভাইয়ের শোরতহাল রিপোর্ট প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার তদন্তকারী অফিসার এস আই শিশির ঘোষ বলেন, আমি নিহত আনোয়ারার লাশ উদ্ধার করে শোরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করি।
এ ব্যপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, আমি গতকাল উপজেলার ভাল্লক একটা হত্যার বিষয়ে তদন্তাধীন অবস্থায় রয়েছি আমি বিষয়টা জেনে আপনাকে জানাবো।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho