প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১, ২০২৬, ৮:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৪, ১১:০৮ এ.এম
মুন্সীগঞ্জে মাদ্রাসার ছাত্র রাকিব হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসার ছাত্র রাকিব (১৩) হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলকাবাসী। সোমবার বেলা ১১টায় লস্করপুর আজিজিয়া দারুল উলুম মাদ্রাসার সামনে অবস্থান নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। পরে তারা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশনেয় ৫শতাধিক নারী-পুরুষ ও এলাকাবাসী।
নিহত রাকিবের মা রাবু আক্তার বলেন, আড়াই বছর ধরে আমি বিচার পাচ্ছি না প্রশাসনের লোক বলছে আপনি বিচার পাবেন পাবেন। আমি এখনো ছেলে হত্যার বিচার পাচ্ছি না। আমার ছেলেকে বলাৎকার করে গলা কেটে হত্যা করা হয়েছে। মেডিসিন দিয়ে ওর শরীর পুড়ে ফেলেছে। আমি রাকিবের খুনিদের ফাঁসি চাই।
এ সময় আরো বক্তব্য দেন-নিহতের পিতা মোশারফ হোসেন, বোন সাদিয়া আক্তার, চাচি রোকসানা বেগম। এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন কৌশিক,জাফর শেখ, সোনা মিয়া, হিরন খাঁন তারা অবিলম্বে রাকিব হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho