প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ১:৩২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৫, ২০২৪, ১২:৩৬ পি.এম
সিগারেট ছাড়লেন শাহরুখ

৫৯ বছরে জন্মদিনে বলিউড বাদশা শাহরুখ খান ঘোষণা করেছেন তিনি পাকাপাকি ভাবে ধূমপান ছেড়ে দিলেন। এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন একটা সময় দিনে ১০০ সিগারেট খেতেন তিনি।
শাহরুখের কথায়, ধূমপান ছেড়ে প্রথম প্রথম খুব কষ্ট হচ্ছিল। ভাবছিলাম পারব কি না। কিন্তু এখন দেখছি বেশ ভাল লাগছে।
এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, কালো কফির সঙ্গে ধূমপান করতে বিশেষ পছন্দ করতেন কিং খান। দিনে তিনি ৩০ কাপ ব্ল্যাক কফি খান। ধূমপান আর কফির চক্করে খাবার, এমনকি পানি খেতে ভুলে যান বলে জানিয়েছিলেন এই তারকা। এবার তিনি ধূমপান ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন।
বিভিন্ন সাক্ষাৎকারে এই অভিনেতা জানিয়েছিলেন, দিনে চার প্যাকেট সিগারেট ছাড়া চলতই না। কিন্তু ছোট ছেলে আব্রাহামের জন্মের পরে নাকি শাহরুখ ভেবেছিলেন, তিনি সিগারেট আর মদ খাওয়া ছেড়েন দেবেন। কিন্তু তা আর হয়নি। ধূমপানের নেশা থেকে বেরোতে পারেননি।
২ নভেম্বর ৫৯ বছরে পা দিলেন শাহরুখ খান। তার জন্মদিন উপলক্ষে বান্দ্রার বালগন্ধর্ভ রং মন্দির অডিটরিয়ামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার ভক্তরা।
এদিন কিং খান জানান, ‘বন্ধুগণ, একটা ভালো খবর আছে। আমি এখন আর সিগারেট খাচ্ছি না’। শাহরুখ খানের ধূমপান ছাড়ার কথা শুনে তার ভক্তরা আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলেন। সবাই করতালি দিয়ে তার এই সিদ্ধান্তকে বাহবা দেন।
এই বলিউড সুপারস্টার আরও বলেন, ‘আমি ভেবেছিলাম যে সিগারেট ছাড়ার পর আমার শ্বাস নেয়ার সমস্যা হবে না। কিন্তু আমি এখনো তা অনুভব করছি। ইনশা আল্লাহ, এটাও ঠিক হয়ে যাবে। আমি অবশ্যই সিগারেটে আর টান দিব না।
শাহরুখকে আগামী সিনেমা ‘কিং’ ছবিতে দেখা যাবে। এই ছবিতে তার সঙ্গে আছেন মেয়ে সুহানা খান। থ্রিলার অ্যাকশনধর্মী এই ছবিতে ভিলেনের ভূমিকায় আসতে চলেছেন অভিষেক বচ্চন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho