
ঢালিউড অভিনেত্রী তমা মির্জার আপাতত বিদেশে যাওয়া মানা। অথচ বেড়াতে তার ভীষণ ভালো লাগে। সর্বশেষ আফরান নিশোর সঙ্গে ‘সুড়ঙ্গ’ সিনেমায় অসাধারণ অভিনয় করে দর্শকের মন জিতে নিয়েছিলেন তিনি। তারপর আর তাকে কোনো সিনেমায় দেখা যায়নি। আবার এসেছে সুযোগ। আগামী চার মাস দেশে শুটিংয়ে অংশ নিতে হবে তাকে। তাই নির্দেশকের কড়া নির্দেশ, আপাতত চার মাসের জন্য বিদেশে যাওয়া নিষেধ তার!
প্রস্তুতি নিচ্ছেন তমা। কীসের? এখনই কাজটি নিয়ে চূড়ান্ত কিছু বলতে চান না তিনি। তার ভাষ্য, ‘সময় হলে’ জানাবেন। কথায় কথায় আবারও দেশের বাইরে বেড়াতে যাচ্ছেন কি না জানতে চাইলে তমা বলেন, নতুন সিনেমার জন্য পরিচালক আগামী চার মাস কোথাও যেতে বারণ করেছেন। এই চার মাস সিনেমাটির কাজ হবে। তাই কোথাও যেতে পারছি না।’ আগামী বছরের পরিকল্পনা বিষয়ে তিনি বলেন, ‘একাধিক কাজ নিয়ে কথা হচ্ছে। আশা করছি আগামী বছর একাধিক সিনেমা এবং ওটিটিতে কাজ করা হবে। সেভাবেই এগোচ্ছি।
চলচ্চিত্র সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, শিহাব শাহীন পরিচালিত ‘দাগী’ সিনেমায় অভিনয় করছেন তমা মির্জা। এই সিনেমায় তার নায়ক আফরান নিশো। গত ২১ অক্টোবর পরিচালক সমিতিতে সিনেমাটির নাম নিবন্ধন করা হয়েছে।
‘দাগী’ সিনেমায় শুটিং শুরু হবে নভেম্বরের মাঝামাঝি। আগামী বছর ঈদুল আজহায় সিনেমাটি মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে। শিহাব শাহীন পরিচালিত প্রথম সিনেমা ‘ছুঁয়ে দিলে মন’। ‘দাগী’ এই পরিচালকের দ্বিতীয় সিনেমা। জুটি হিসেবে নিশো-তমার ক্ষেত্রেও তাই। প্রথম ছবি ‘সুরঙ্গে’ তাদের জুটি পছন্দ করেছিলেন দর্শক। এবারে ঈদে অপেক্ষা।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho