
কক্সবাজারের চৌফলদন্ডী এলাকার শীর্ষ সন্ত্রাসী ৪৪ মামলার আসামি জিয়াবুল হক জিয়াকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার ভোরে রামু উপজেলার রাজারকুল এলাকার এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্র বলছে, ভূমিদস্যু চিংড়ি ঘের দখলকারী এবং ৪৪ মামলার আসামি জিয়াবুল হক জিয়া কক্সবাজারের অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তিনি চৌফলদন্ডী উপজেলার পশ্চিম মাঝেরহাট পাড়ার মনির আহমেদের ছেলে।
র্যাব ১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানান, চৌফলদন্ডী ইউনিয়নের মূর্তিমান আতঙ্ক, ভূমিদস্যু, চিংড়ি ঘের দখলকারী, অসংখ্য মামলার আসামি ও শীর্ষ সন্ত্রাসী জিয়াবুল হক জিয়া। তার আতঙ্কে অনিরাপদে নির্ঘুম রাত্রিযাপন করেন এলাকাবাসী। এই জিয়াবুল হক জিয়ার নেতৃত্বে এলাকায় সাধারণ মানুষের ওপর অত্যাচার ও নারী নির্যাতন, জোরপূর্বক নিরপরাধ মানুষের জমি দখল, চিংড়ি ঘের দখল, চুরি, ডাকাতি, মাদক ও অস্ত্রসহ নানাবিধ অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পায় র্যাব।
এর প্রেক্ষিতে সম্প্রতি যৌথ বাহিনীর অভিযানে তার আস্তানা থেকে ৩০০টির অধিক স্বাক্ষরিত ফাঁকা দলিল দস্তাবেজ ও অস্ত্র-গোলাবারুদ উদ্ধার করলেও তিনি পালিয়ে যান।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, এরপর থেকে তাকে গ্রেপ্তারে র্যাব সদর দফতরের ইন্টেলিজেন্স উইং এবং র্যাব-১৫ এর নিজস্ব গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়।
সূত্র জানায়, জিয়াবুল হক জিয়া রাজারকুল এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে অবস্থান করছে। এরপর বুধবার ভোরে সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
জিয়াবুল হক জিয়া প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘ ১৫ বছর ধরে চৌফলদন্ডী এলাকায় নানা অপরাধের বিষয় স্বীকার করেছে জানিয়ে র্যাব কর্মকর্তা বলেন, জিয়াবুল হক জিয়া বিভিন্ন মাধ্যমে দেশি-বিদেশি অস্ত্র-গুলি সংগ্রহ করে তার দখল বাণিজ্যের সাম্রাজ্য গড়ে তোলে। এ সকল অবৈধ অস্ত্রের দাপটে তিনি এলাকায় আধিপত্য বিস্তার, চিংড়ি ও লবণের ঘের, জমি দখল, মাদক’সহ নানা অপরাধ করতেন। ইতিপূর্বে যাদের জমি/চিংড়ি ঘের দখল করা হয়েছিল, তারা তাদের জমি/ঘের ফেরত চাইলে তাদের ওপর ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসী জিয়াবুল হক জিয়া ও তার অন্যান্য সহযোগীরা গুলি ও হামলা করে।
এতে আতঙ্কিত হয়ে পড়ে এলাকাবাসী। এ সময় গুলিতে ২ জন গুলিবিদ্ধ হয়। গ্রেফতার জিয়াকে কক্সবাজার সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho