
সোনালী ব্যাংকের ভেতরে সেবা নিতে আসা ছামাদ মিয়া (৬০) নামে এক বৃদ্ধ গ্রাহকের ৯৩ হাজার টাকা চুরির অভিযোগ উঠেছে। প্রকাশ্য দিনের বেলায় ব্যাংকের ভিতরেই ওইসব টাকা চুরি করে নেয় চোরেরা।
গতকাল বুধবার (৬ অক্টোবর) দুপুরে গাইবান্ধা জেলার সোনালী ব্যাংকের প্রধান শাখায় অভিনব কায়দায় দুই চোর ওই গ্রাহকের টাকা চুরি করে পালিয়ে যান।
ভুক্তভোগী সামাদ মিয়া গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের পূর্ব রাধাকৃষ্ণ পুর গ্রামের বাসিন্দা।
ব্যাংকে থাকা ক্লোজ সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজে দেখা যায়, ব্যাংকের ভেতরে এক নম্বর কাউন্টারে এক বৃদ্ধ টাকা জমা দেওয়ার জন্য টাকা বের করে গ্লাসের সামনের টেবিলে রাখেন। এ সময় তার পাশে শার্ট-প্যান্ট পরিহিত দুই ব্যক্তিকে ঘুরতে দেখা যায়।
তাদের একজনের হাতে ফাইল ছিল। পরে সুযোগ বুঝে ওই দুইজনের একজন নিজের পকেট থেকে ১০ টাকার একটি নোট মেঝেতে ফেলে দিয়ে পা দিয়ে টাকা ওয়ালা বৃদ্ধের পায়ের কাছে ঠেলে দেয় এবং বৃদ্ধকে টাকা পড়েছে বলে জানায়। বৃদ্ধ তখন মেঝে থেকে টাকা তোলার জন্য নিচু হলে কাউন্টারের সামনের টেবিলে রাখা ৯৩ হাজার টাকা সেই সুযোগে নিয়ে পালায় ওই দুই চোর। পরে তারা বিষয়টি ব্যাংক সংশ্লিষ্টদের জানালে তারা পুলিশে খবর দেয়।
সোনালী ব্যাংক গাইবান্ধা শাখার অ্যাসিস্টেন্ট ম্যানেজার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি দুঃখজনক। গ্রাহকদের যেমন সতর্ক হতে হবে। তেমনি আমাদের আরও সতর্ক হতে হবে। তাৎক্ষণিকভাবে আমরা পুলিশকে অবগত করেছি। তারা এসে ভিডিও ফুটেজ নিয়ে গেছে।
গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলাম তালুকদার বলেন, এ বিষয়ে ভুক্তভোগী ছামাদ মিয়া থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্তসহ চোরদের ধরতে পুলিশ কাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho