
সিএনএন জানাচ্ছে, ডোনাল্ড ট্রাম্পের পুনরায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার খবরে ইলন মাস্কের সম্পদ যেন হুহু করে বেড়ে চলেছে। মাত্র এক রাতেই মাস্কের সম্পদে যোগ হয়েছে অতিরিক্ত ১৫ বিলিয়ন ডলার!
ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় মাস্ক ছিলেন দারুণ উদার—রিপাবলিকান শিবিরের জন্য প্রায় ১১৯ মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন তিনি। কিন্তু এতে লাভের অংক আরও বড় হয়েছে মাস্কের জন্য। তাঁর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ারের মূল্য বৃদ্ধির কারণে সম্পদের পরিমাণ আরও ঊর্ধ্বমুখী। টেসলার শেয়ারের দাম এক লাফে বেড়ে গেছে ৪১১ মিলিয়ন ডলার।
১৫ বিলিয়ন ডলার বাড়ার সঙ্গে সঙ্গে মাস্ক এখন কী কী করতে পারেন, তারও একটি চমকপ্রদ বিশ্লেষণ দিয়েছে সিএনএন। এই অর্থ দিয়ে মাস্ক চাইলে বিশ্বের প্রতিটি মানুষকে এক ডলার করে উপহার দিতে পারেন এবং তারপরও বাকি অর্থ দিয়ে বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের তিন বিলিয়ন ডলারের সম্পত্তি কিনে ফেলতে পারেন। কিংবা চাইলে নিজের কোম্পানি টেসলার সাইবারট্রাকের ভক্ত হিসেবে ১৫ বিলিয়ন ডলারে প্রায় এক লাখ ৮২ হাজার সাইবারট্রাক কিনে ফেলতে পারেন।
স্পোর্টসে আগ্রহ থাকলে ডালাস কাউবয়েস দলের মালিকানাও নিতে পারেন মাস্ক। ১০ বিলিয়ন ডলারের বেশি মূল্যের এই দল কিনতে এখন আর কোনো বাধা রইল না মাস্কের সামনে।
বিশ্বের অন্যতম ধনী মাস্কের সম্পদ বর্তমানে ২৫০ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে অনুমান করা হচ্ছে। এই ‘পাগলাটে’ উদ্যোক্তা এর আগে জানিয়েছেন যে, তিনি বছরে ১১ বিলিয়ন ডলারেরও বেশি কর প্রদান করেন। ট্রাম্পের জয়ের পর মাস্কের সম্পদের এই অভূতপূর্ব বৃদ্ধি তাঁকে আরও প্রভাবশালী হিসেবে প্রতিষ্ঠা করল প্রযুক্তি জগতে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho