
যশোরে মেহেদী হাসান রাজা নামে এক মাদক ব্যবসায়ীর কাছে হেরোইন রাখার অপরাধে দোষী সাব্যস্ত করে যশোরের একটি আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছেন। বৃহস্পতিবার যশোরে স্পেশাল জজ এসএম নূরুল ইসলাম এক রায়ে এ আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত মেহেদী হাসান রাজা, যশোর শহরের বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার ফজলুল করীম টুটুলের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশেষ পিপি অ্যাডভোকেট সাজ্জাদ মোস্তফা রাজা।
মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ১৪ নভেম্বর রাতে কোতোয়ালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আমতলা কবরস্থান এলাকায় অভিযান চালায়। এসময় জনৈক রহমানের মুদি দোকানের সামনে থেকে সন্দেহজনকভাবে মেহেদী হাসান রাজাকে আটক করা হয়। পরে তার দেহতল্লাশি করে ২০০ গ্রাম হেরোইন ও এক রাউন্ড গুলিসহ একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।
এ ঘটনায় কোতোয়ালি থানার এসআই ওহেদুজ্জামান বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে মামলা করেন।মামলার তদন্ত শেষে এসআই মোকলেছুজ্জামান অস্ত্র ও মাদক আইনে আটক মেহেদী হাসান রাজাকে অভিযুক্ত করে আদালতে আদালতে চার্জশিট দাখিল করেন ।
মাদক মামলায় দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে মেহেদী হাসান রাজার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
সাজাপ্রাপ্ত আসামি মেহেদী হাসান রাজা কারাগারে আটক আছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho