
শেখ হাসিনার পতনে ভারত খুবই অসন্তুষ্ট হয়েছে, তাদের হৃদয়ে বড় জ্বালা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, শেখ হাসিনা ভারতীয় বিদ্যুৎ কোম্পানি আদানির সঙ্গে একটি চুক্তি করেছিলেন। তিনি অনেক বকেয়া রেখে গেছেন। সেই বকেয়া কমানোর জন্য বর্তমান সরকার চেষ্টা করছে, অনেক পরিশোধ করেছে, আরও কিছু বাকি আছে।
তিনি বলেন, বকেয়া পরিশোধ করার পরেও উনারা সন্তুষ্ট নন। উনারা হুমকি দিয়েছে বাংলাদেশে টোটালি বিদ্যুৎ বন্ধ করে দেবে। কিন্তু কেন? শেখ হাসিনা প্রধানমন্ত্রী নেই এজন্য? এজন্যই কি আপনাদের এত রাগ? এত ক্ষোভ?
ভারতের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আপনাদের সঙ্গে শেখ হাসিনার বন্ধুত্ব, গণতন্ত্র হত্যাকারীদের সম্পর্ক। আপনাদের সঙ্গে তো বাংলার জনগণের সম্পর্ক নেই। শেখ হাসিনা নেই বলে আপনাদের হৃদয়ে ভয়ংকর জ্বালা।
রিজভী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের নয়, শেখ হাসিনার সম্পর্ক। তার একজন মন্ত্রী বলেছিলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের স্বামী-স্ত্রীর সম্পর্ক, তাহলে কত গভীর এই সম্পর্ক? এখানে জনগণ কোনো ম্যাটার নয়।
তিনি বলেন, যারা বাংলাদেশকে কব্জা করতে, স্বাধীনতাকে নিয়ে ছিনিমিনি খেলতে, ভাষা-সংস্কৃতির ওপর আক্রমণ করতে চায়, তাদের মরে রাখা উচিত এই বাংলার প্রতিটি ঘরে ঘরে আবরার, মুগ্ধ, আবু সাঈদদের যুগ যুগ ধরে জন্ম হয়েছে। আপনারা এই দেশের ওপর প্রভুত্ব কায়েম করবেন, কখনই পারবেন না।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho