
জাপানে ১৫ থেকে ১৮ বছর বয়সি কিশোরদের মধ্যে মাত্র এক-চতুর্থাংশের প্রথম চুমুর অভিজ্ঞতা রয়েছে। মেয়েদের মধ্যে এই হার আরও কম। ১৯৭৪ সাল থেকে পরিচালিত সমীক্ষার এ বছরকার ফলাফল সবচেয়ে নিচে। এর ফলে দেশটির জন্মহার নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। এ খবর জানিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, জাপান সেক্স এডুকেশন অ্যাসোসিয়েশনের সমীক্ষায় ১২ হাজার ৫৬২ জন শিক্ষার্থী অংশ নেয়। এতে দেখা যায় যে- ২০০৫ সাল পর্যন্ত এই বয়সের প্রায় অর্ধেক ছেলে-মেয়ের প্রথম চুমুর অভিজ্ঞতা থাকলেও সাম্প্রতিক বছরগুলোতে তা কমে আসছে। যৌন সম্পর্কের হারও উল্লেখযোগ্যভাবে কমেছে, ছেলেদের মধ্যে এটি ১২ শতাংশে এবং মেয়েদের ক্ষেত্রে ১৪.৮ শতাংশে দাঁড়িয়েছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, কোভিড-১৯ মহামারি এর একটি বড় কারণ। সমাজবিজ্ঞানী ইউসুকে হায়াশি বলেন, স্কুল বন্ধ এবং শারীরিক দূরত্বের ফলে অনেক কিশোর-কিশোরী যৌনতা নিয়ে আগ্রহ হারিয়েছে।
এদিকে, বিবাহিত জাপানি দম্পতিদের মধ্যে প্রায় অর্ধেকের যৌন সম্পর্কহীন জীবনযাপন দেশের নিম্ন জন্মহার নিয়ে উদ্বেগকে আরও তীব্র করে তুলছে। গবেষকরা আশঙ্কা করছেন, শতাব্দীর শেষ নাগাদ ১২৫ মিলিয়ন জনসংখ্যার জাপানে জনসংখ্যা ৫৩ মিলিয়নের নিচে নেমে আসতে পারে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho