
লিবিয়া দেশের উন্নয়নে ডাক্তার ও প্রকৌশলীসহ আরো বাংলাদেশি শ্রমিক নিয়োগ করতে ইচ্ছুক এবং দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছে।
বাংলাদেশে লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুলমুতালিব এস এম সালিমান আজ রবিবার (১০ নভেম্বর) ঢাকার তেজগাঁওয়ে তার অফিসে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ তার দেশের আগ্রহের কথা প্রকাশ করেন।
লিবিয়ান সমাজে বাংলাদেশি কর্মশক্তিদের অবদান স্বীকার করে রাষ্ট্রদূত সালিমান বলেন, দেশে বিশেষ করে কৃষিকাজ ক্ষেত্রে তাদের ভূমিকা বেশি ছিল।
তিনি স্বীকার করেন যে বর্তমানে লিবিয়ায় কর্মরত কিছু বাংলাদেশি চিকিৎসক বেতন সমস্যার সম্মুখীন হচ্ছেন কিন্তু আফ্রিকার দেশে চলমান সংস্কারের সমাধান হলে শীঘ্রই বিষয়টি সমাধান হবে বলে আশা করেন।
অবৈধ অভিবাসন ও মানব পাচার ঠেকাতে বাংলাদেশ ও লিবিয়া একসঙ্গে কাজ করতে পারে বলে জোর দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। ‘আমরা মানবপাচার সমর্থন করি না। অনেক মানুষের এর জন্য কষ্ট হচ্ছে। এটি বন্ধ করতে আমাদের একসঙ্গে কাজ করা উচিত’ বলেন প্রধান উপদেষ্টা।
পাশাপাশি তিনি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর জন্য দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়াতে কাজ করার জন্য রাষ্ট্রদূতকে আহ্বান জানান।
পারস্পরিক উপকারার্থে লিবিয়া থেকে বাংলাদেশ তেল আমদানি করতে পারবে কিনা তা নিয়েও প্রশ্ন করেন প্রধান উপদেষ্টা।
রাষ্ট্রদূত সালিমান দুই দেশের মধ্যে বিমান সংযোগ পুনরায় চালু করার ওপর জোর দেন। এ জন্য বাংলাদেশি কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho