প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৯:১৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৪, ৯:৪৪ পি.এম
রাউজানের সাবেক লালু চেয়ারম্যান গ্রেপ্তার

রাউজান উপজেলা ডাবুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুর রহমান চৌধুরী ওরফে লালু চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর অন্যতম সহযোগি হিসেবে পরিচিত এই ইউপি চেয়ারম্যানকে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম নগরী থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
এই তথ্যটি নিশ্চিত করেছেন রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর। তিনি বলেন, চট্টগ্রাম নগরী থেকে ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় খবর দিলে সেখানে পুলিশ পাঠানো হয়। রাউজান থানা সূত্রে জানা যায়, শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় নগরীর আবেদীন কলোনীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি মামলা থাকার কথা পুলিশ স্বীকার করলেও আর কোনো মামলা আছে কি-না খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে। আবদুর রহমান চৌধুরী ওরফে লালু চেয়ারম্যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ০৩ আগস্ট রাতে চট্টগ্রাম মহানগর বিএনপি’র কাজীর দেঊরী কার্যালয়, আমির খসরু মাহমুদ চৌধুরীর বাসভবন, ডাক্তার শাহাদাত হোসেন এর বাসভবনসহ বিএনপি নেতৃবৃন্দের বাসভবনে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার নেতৃত্বদানকারী চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা ফরহাদুল ইসলাম চৌধুরী রিন্টুর পিতা। রিন্টু ছাত্র-জনতার আন্দোলনে হেলমেট পরিহিত অবস্থায় অস্ত্র মহড়া দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।
স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, লালু চেয়ারম্যান এই পরিবার হচ্ছে সুবিধাবাদী একটি পরিবার। যখন যে সরকার ক্ষমতায় আসে সেই সরকারের ছত্র-ছায়ায় নারী সাপ্লাই করে সুবিধা ভোগ করে। লাভলেইন আবেদন কলোনি ও জুবলি রোড নিরীহ মানুষজনের ৫টি জায়গা দখল করে বিল্ডিং নির্মাণ করে সিডিএর অনুমতি বহির্ভূত রাজনৈতিক ছত্রছায়ায় এই নারী লোভী লালু চেয়ারম্যান।
ডাবুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হয়ে গত ১৭ বছর আওয়ামীলীগ ক্ষমতা থাকা অবস্থায় রাজনৈতিক নেতৃবৃন্দকে নারী ও গাড়ি সাপ্লাই করেছিল। বিগত সরকার আমলে হাজার কোটি টাকার মালিক হয়েছেন, রাউজান শত শত একর সরকারি ও মালিকানাধীন সম্পত্তি জবর দখল করে রেখেছেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, তিনি মুখে ইসলামের কথা বলেন আর তার পরিবারের দুই মেয়ে দুই ছেলে আছে সব সময় অসামাজিক কার্যকলাপে জড়িত। ভুক্তভোগীদের একজন মো. আবদুল মান্নান। তিনি বলেন, আমদের জায়গা দখল করে দলীয় কার্যালয় তৈরি করেছিল। এ বিষয়ে আমরা মামলা করেছি। রাউজান থানার সেকেন্ড অফিসার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর বলেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে পূর্বের একটি মামলা রয়েছে। আর কোনো মামলা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এদিকে চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুদীপ্ত সরকার জনান, আমরা রাউজান থানার সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়। তিনি রাউজান থানার একটি মারামারি মামলার এজাহার নামীয় আসামি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho