
ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার আগরতলা রেলওয়ে স্টেশন থেকে ৩ বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মঙ্গলবার বিকেলের দিকে তাদের গ্রেপ্তার করা হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে ত্রিপুরার জিআরপি পুলিশ।
বিবৃতিতে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা হলেন সাতক্ষীরার হাসনা হেনা (২৬), নড়াইলের কুলসুম বেগম (২২) এবং চট্টগ্রামের স্বপ্না আক্তার (১৯)। ওই নারীরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ট্রেনে করে ভারতের অন্য শহরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন।
আগরতলা সরকারি রেলওয়ে পুলিশ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স আরপিএফের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ওই তিন বাংলাদেশি নারীকে গ্রেপ্তার করেছে।
বাংলাদেশি ওই নারীদের ভারতে অনুপ্রবেশের বিষয়ে বিস্তারিত জানতে পুলিশের নারী কর্মকর্তারা আগরতলা জিআরপি স্টেশনে জিজ্ঞাসাবাদ করছেন। তাদের অনুপ্রবেশে অন্য কেউ সহায়তা করে থাকলে তাদেরও গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে পুলিশ।
এই ঘটনায় আগরতলা জিআরপি স্টেশনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়ার জন্য আগামীকাল (বুধবার) ওই তিন নারীকে আদালতে তোলার কথা রয়েছে আগরতলা পুলিশের।
সূত্র: নর্থ ইস্ট টুডে
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho