
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১২ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এতে মোস্ট ওয়ান্টেড একজনসহ চার সন্ত্রাসী নিহত হন। বালগাটার এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চলছে এমন তথ্যের ভিত্তিতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী এই অভিযান চালায়।
গতকাল বুধবার (১৩ নভেম্বর) দেশটির বেলুচিস্তানের কেচ জেলায় নিরাপত্তা বাহিনী সঙ্গে সন্ত্রাসীদের গুলি বিনিময় হয়।
পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের উপস্থিতি লক্ষ্য করে গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান শুরু করে। অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে তীব্র গোলাগুলি হয়। এতে চারজনের মৃত্যু হয়েছে।
নিহতদের মধ্যে একজন সানা, যিনি বারু নামেও পরিচিত। এই ব্যক্তি মাজিদ ব্রিগেডের একজন গুরুত্বপূর্ণ সদস্য। আইএসপিআর তাকে ‘ফোকাল রিক্রুটমেন্ট এজেন্ট’ হিসেবে চিহ্নিত করেছে। বিশেষ করে কেচ জেলায় আত্মঘাতী বোমা হামলাকারীদের জন্য তার দায় রয়েছে বলা জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র ও গোলাবারুদও উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতে পাকিস্তানের উত্তর ওয়াজিরিস্তানের মিরানশাহ এলাকায় মঙ্গলবার ও বুধবার পৃথক অভিযানের সময় অন্তত আটজন সন্ত্রাসী নিহত হয়েছেন। এসব অভিযানে আহত হয়েছেন আরও ছয়জন। আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, নিরাপত্তা বাহিনী সফলভাবে জঙ্গিদের আস্তানাকে লক্ষ্যবস্তু করেছে। যার ফলে আটজন সন্ত্রাসী নিহত হয়েছে এবং ছয়জন আহত হয়েছে। বাকি জঙ্গিদের নির্মূল করতে এলাকায় তল্লাশি অভিযান চলছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho