
পাকিস্তানে বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
বুধবার (১৩ নভেম্বর) বরযাত্রী বহনকারী বাসটি নদীতে পড়ে গেলে এ ঘটনা ঘটে। খবর এএফপি’র।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে জানা গেছে, পাকিস্তানের গিলগিট-বালটিস্তান মহাসড়কে দুর্ঘটনাটি ঘটেছে। বিয়ের অনুষ্ঠান থেকে অতিথিদের বাড়িতে নিয়ে যাওয়ার পথে বহনকারী বাসটি নদীতে পড়ে যায়। এতে পানিতে ডুবে অন্তত ১৪ জন নিহত হয়। এ দুর্ঘটনায় একমাত্র নববধূকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ২৫ জন যাত্রীর মধ্যে আরও ১০ জন এখনও নিখোঁজ রয়েছেন।
গিলগিটের সিনিয়র পুলিশ কর্মকর্তা নায়েক আলম এএফপিকে বলেন, একটি বাঁকে বাসটি নিয়ন্ত্রণ হারালে এই দুর্ঘটনাটি ঘটে। বিয়ের জন্য বরের পরিবার পাঞ্জাব থেকে ৫০০ কিলোমিটার দূরে ভ্রমণ করেছিল এবং অনুষ্ঠান শেষে বাড়িতে ফেরার সময় দুর্ঘটনাটি ঘটে। আহত নববধূ বিপদমুক্ত এবং তাকে গিলগিটের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho