প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৪:২১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৪, ২০২৪, ৫:৫৮ পি.এম
প্রথম আলো বন্ধু সভার জাতীয় পর্ষদে দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হলেন সাইমন চৌধুরী

প্রথম আলো বন্ধু সভার জাতীয় পরিচালনা পর্ষদ কমিটিতে ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও সাংস্কৃতি ব্যক্তিত্ব সাইমন চৌধুরীকে জাতীয় পরিচালনা পর্ষদের দুর্যোগ ও ত্রাণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তাকে বন্ধু সভার জাতীয় পর্ষদে সম্মানিত করে দুর্যোগ ও ত্রাণ সম্পাদক নির্বাচিত করায় কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন। সাইমন চৌধুরী দীর্ঘদিন কেরানীগঞ্জ উপজেলায় শিক্ষা ,সংস্কৃতি ও ক্রীড়া সংগঠনগুলোর সাথে নিবিড়ভাবে কাজ করে আসছেন । তিনি বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ও সভা সমাবেশে অংশগ্রহণ করেছেন ।
গত ১১ নভেম্বর রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে প্রথম আলো বন্ধু সভার জাতীয় সম্মেলনে সংগঠনের জাতীয় পরিচালনা পর্ষদ কমিটি ঘোষণা করা হয় । অনুষ্ঠানে সম্মানিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)র নির্বাহী পরিচালক নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান।
প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক, বিশিষ্ট মনোরোগ চিকিৎসক মোহিত কামাল ও সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার আব্দুন নূর তুষার , টিআইবির অ্যান্ডোসি পরিচালক মোঃ তৌহিদুল ইসলাম । উক্ত জাতীয় সম্মেলন পরিচালনা করেন প্রথম আলো বন্ধু সভার জাতীয় পর্ষদের সভাপতি জাফর সাদিক ও নির্বাহী সভাপতি মৌসুমী মৌ । দিনব্যাপী এই অনুষ্ঠানে সারা দেশ থেকে আগত বন্ধু সভার ৫৫ টি শাখা সংগঠনের ৪ শতাধিক বন্ধু উপস্থিত ছিলেন । জাতীয় পর্ষদের সভায় নতুন বাংলাদেশ গঠনে ছাত্র-ছাত্রীদের ভূমিকা নিয়ে একে অপরের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন । আলোচকরা নতুন বাংলাদেশ গঠনে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আহ্বান জানান । দেশের দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের ও বন্ধু সভার সদস্যদের এগিয়ে আসার জন্য সংগঠনের পক্ষ থেকে আহবান করা হয় । জাতীয় পর্ষদ সভায় বিভিন্ন এলাকা থেকে আগত সংগঠকদের সম্মাননা প্রদান করা হয় ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho