প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ১:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৮:০৮ এ.এম
বড়লেখায় সিএনজি-মোটসাইকেল সংঘর্ষে নিহত ১

মৌলভীবাজারের বড়লেখায় সিএনজি চালিত অটোরিক্সা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রবাস ফেরত মযনুল ইসলামের মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন মোটরসাইকেল আরোহি ও সিএনজি যাত্রী ৩জন ব্যক্তি। বৃহস্পতিবার ( ১৪ই নভেম্বর) দুপুরের দিকে কুলাউড়া-চান্দগ্রাম আঞ্চলিক মহাসড়কের চান্দগ্রাম বাজারের পেট্রল পাম্পের সামনের রাস্তায় ঘটনাটি ঘটেছে। নিহত ময়নুল ইসলাম উপজেলার বর্নি ইউনিয়নের গোডাউন বাজার এলাকার বাসিন্দা আতাউর রহমানের ছেলে। আহত হয়েছেন গঙ্গারজল গ্রামের আবুল কালাম। অন্য দুই জনের নাম ঠিকানা তৎক্ষণাৎ পাওয়া যায়নি।
জানা গেছে, দুবাই ফেরৎ ময়নুল ইসলাম সিএনজি অটোরিক্সা যোগে বড়লেখা থেকে বিয়ানীবাজার যাচ্ছিলেন। যাত্রা পথে চান্দগ্রাম বাজারের পেট্রল পাম্পের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে ছুটে আসা মোটরসাইকেলের সাথে অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ময়নুল ইসলামসহ ৪ জন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ময়নুল ইসলাম ও আবুল কালামকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পথেই আহত ময়নুল ইসলামের মৃত্যু হয়।
নিহত ময়নুল ইসলামের চাচা আলিম উদ্দিন সড়ক দুর্ঘটনায় তার ভাতিজা ময়নুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বড়লেখা থানার ওসি (তদন্ত) তাপস চন্দ্র রায় জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর জন্য তার পরিবারের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho