
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিসের পরাজয় ও ডোনাল্ড ট্র্যাম্পের ভয়ে দেশ ছাড়লেন মার্কিন হলিউড অভিনেত্রী ইভা লঙ্গোরিয়া। নির্বাচনে তিনি প্রকাশ্যে কমলা হ্যারিসকে সমর্থন ও ডোনাল্ড ট্রাম্পের বিরোধিতা করেছিলেন। এখন ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় সম্ভাব্য ঝুঁকি এড়াতে পরিবার নিয়ে যুক্তরাষ্ট্র ছেড়েছেন এই অভিনেত্রী।
৪৯ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে স্বামী জোসে বাস্টন এবং তাদের ছেলে ৬ বছর বয়সী সান্তিয়াগোর সাথে মেক্সিকো এবং স্পেনে বসবাস করছে।
ইভা জানান, আমি আমার পুরো জীবনের সিংহভাগ এখানে কাটিয়েছি। কিন্তু কোভিড-১৯ পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্রের পরিবর্তিত পরিবেশ, ক্যালিফোর্নিয়ার গৃহহীনতা সমস্যা, উচ্চ কর এবং ডোনাল্ড ট্রাম্পের পুননির্বাচনর বিষয়টি এই সিদ্ধান্ত নিতে প্ররোচিত করেছে। মনে হয়, জীবনের এই অধ্যায়টি এখন শেষ হয়ে গেছে।
যুক্তরাষ্ট্র ছাড়ার পেছনে নির্বাচনকেও কারণ হিসেবে জানিয়েছেন ইভা। বলেন, ‘চমকানোর বিষয়টা এই নয় যে তিনি (ট্রাম্প) জিতেছেন...তিনি একজন দণ্ডিত অপরাধী। যিনি এত ঘৃণা ছড়াচ্ছেন সেই তিনিই কিনা সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হলেন। যদি তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করেন, তাহলে এটি একটি ভীতিকর জায়গা হতে চলেছে।
যুক্তরাষ্ট্র থেকে অন্য দেশে যেতে পারায় নিজেকে ভাগ্যবান মনে করছেন ইভা। বলেন, ‘আমি পালিয়ে কোথাও যেতে পারি। কিন্তু অধিকাংশ আমেরিকানরা এত ভাগ্যবান নয়। তারা এই ডিস্টোপিয়ান দেশে আটকে যাবে। আমার উদ্বেগ এবং দুঃখ তাদের জন্য।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho