
কাকরাইল মসজিদে নিজেদের অবস্থান জানান দিতে পবিত্র জুমার নামাজ আদায় করেছেন সাদপন্থীরা। নামাজ শেষে মোনাজাতের পর তারা মসজিদ ছাড়তে শুরু করেন এবং কিছু সময়ের মধ্যে ফাঁকা হতে শুরু করে কাকরাইল মসজিদ ও আশপাশের এলাকা।
আজ শুক্রবার (১৫ নভেম্বর) দুপুর ১টার পর সাদপন্থীরা নামাজের প্রস্তুতি নেন। নামাজ শেষে মসজিদের মাইকে উপস্থিত মুসল্লিদের গন্তব্যে চলে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।
সাদ অনুসারীদের এটিই হবে সব থেকে বড় জামায়াত খুদবার বক্ত্যবে এমনটাই জানিয়েছিলেন নামাজের ইমাম। পরে নামাজ শেষে মসজিদের মাইকে মুসল্লিদের অবস্থান ছেড়ে গন্তবে চলে যাওয়ার ঘোষণা দেন ইমাম।
এর আগে, কাকরাইল মসজিদে সাদপন্থী ও জুবায়েরপন্থীদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। দুই পক্ষের মধ্যে ২০১৭ সালে বিরোধ শুরু হয় এবং ৭ বছর ধরে প্রশাসনের সিদ্ধান্তে মসজিদে তাদের কার্যক্রম চালানো হচ্ছে—সাদপন্থীরা ২ সপ্তাহ এবং জুবায়েরপন্থীরা ৪ সপ্তাহ করে সময় পেয়ে আসছে
এছাড়া টঙ্গী ইজতেমার মাঠ নিয়েও দুই পক্ষের বিরোধ বাড়ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho