
রাজধানীর আজিমপুরে ডাকাতি করতে এসে অপহরণ করা শিশুটিকে মোহাম্মদপুর এলাকা থেকে উদ্ধার করেছে র্যাব সদস্যরা। এই ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম শাপলা।
আজ শনিবার (১৬ নভেম্বর) ভোরে গণমাধ্যমে পাঠানো এসএমএসের মাধ্যমে এ তথ্য জানায় র্যাব। র্যাবের বার্তায় বলা হয়েছে, ডাকাতির সময় আজিমপুর থেকে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে শিশুটিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে উদ্ধার করা হয়।
আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এই বিষয়ে সাংবাদিকদের ব্রিফিং করবেন বাহিনীটির লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস।
গতকাল শুক্রবার (১৫ নভেম্বর) সকালে আজিমপুর মেডিকেল স্টাফ কোয়ার্টারের ফারজানা আক্তারের বাসায় এই ঘটনা ঘটে। শিশুটিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে গেছেন রাহা নামের এক নারী। গত বৃহস্পতিবার রাতে ওই বাসার একটি রুমে ভাড়াটিয়া হিসেবে ওঠেন তিনি। এ সময় বাসায় থাকা নগদ দেড় লাখ টাকা ও চার ভরি সোনার গহনাও খোয়া গেছে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফারজানা আক্তার একটি সরকারি চাকরি করেন। তিনি স্বামী-সন্তান নিয়ে ওই কোয়ার্টারে থাকেন।
শুক্রবার লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাশৈনু বলেন, ওই নারী কোনো ভোটার আইডি বা অন্য কোনো পরিচয়পত্র দিয়ে সাবলেট ভাড়া নেননি। তার নাম বা ঠিকানা কিছুই শিশুটির মা বলতে পারেননি। আমরা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে কোনো পরিচয় ও নাম-ঠিকানা না থাকায় শিশুটিকে উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho