
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের নির্বাচন ঘিরে বারবার উচ্চারিত হচ্ছে বাংলাদেশিদের নাম। কেন্দ্রের ক্ষমতাসীন হিন্দুত্ববাদী দল বিজেপি বলেছে, ঝাড়খণ্ডে অনেক অনুপ্রবেশকারী বাংলাদেশি আছে। ক্ষমতায় গেলে তাদের সেখান থেকে বের করে দেওয়ার হুমকি ধামকি দিচ্ছে তারা।
শনিবার (১৬ নভেম্বর) ঝাড়খণ্ডের ধানওয়ারে একটি জনসভায় আবারও বাংলাদেশি প্রসঙ্গ তুলেছেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশিরা সেখানে গিয়ে উপজাতিদের চাকরি-বাকরি হাতিয়ে নিচ্ছে এবং সেখানকার উপজাতি মেয়েদের বিয়ে করছে।
তিনি বলেন, “এই অনুপ্রবেশকারীরা বাংলাদেশ থেকে আসছে। তারা পিছিয়ে পড়া গোষ্ঠীর চাকরি নিয়ে নিচ্ছে। উপজাতিদের জমি দখল করে নিচ্ছে এবং উপজাতি মেয়েদের বিয়ে করে তাদের অপমানিত করছে। আপনারা (যদি) এখানে বিজেপি সরকার গঠনের সুযোগ দেন। আমাদের সরকার প্রত্যেক অনুপ্রবেশকারীকে এখান থেকে ছুড়ে ফেলবে।
অমিত শাহ বলেছেন, তাদের সরকার উপজাতি নারীদের দখল হওয়া জমি উদ্ধারে সহায়তা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করবে।
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পর্যন্ত অভিযোগ করেছেন ঝাড়খণ্ডে বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে। মোদি অভিযোগ করেছেন, তাদের বিরোধী দলগুলো এই কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সাহায্য সহযোগিতা করছে।
অমিত শাহ জনসভায় দাবি করেন, কেন্দ্রীয় সরকার এই রাজ্যের উন্নয়নের জন্য পর্যাপ্ত অর্থ পাঠিয়েছে। কিন্তু সেগুলো বর্তমান ক্ষমতাসীনরা খেয়ে ফেলেছে। সূত্র: দ্য স্টেটসম্যান
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho