
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ সেতুতে সুজিত দাস নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে স্থানীয়রা সেতুর ওপর একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে রক্তাক্ত গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত যুবক পেশায় একজন সিএনজি চালক বলে জানা গেছে। তিনি উপজেলার চিলাউরা হলদিপুর ইউনিয়নের সোহাগ দাসের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাণীগঞ্জ সিএনজি স্ট্যান্ডের চালক সুজিত দাস বিকেল ৪টার দিকে সৈয়দপুর এলাকার উদ্দেশ্য যাত্রী নিয়ে যান। রাত সাড়ে ৮টার দিকে রাণীগঞ্জ সেতুতে তার গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। দুর্বৃত্তরা তাকে হত্যা করে তার ব্যবহৃত সিএনজি ছিনতাই করে পালিয়েছে বলে জানান এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে সুরতহাল করে জগন্নাথপুর থানার পুলিশ। ঘটনার রহস্য উদঘাটন করতে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ গোয়েন্দা অনুসন্ধান চালায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলিছুর রহমান আকন্দ। তিনি বলেন, ঘটনার রহস্য উদঘাটন কাজ করছে পুলিশ। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho