প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩০, ২০২৫, ১১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৭, ২০২৪, ৭:৪৮ পি.এম
নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু

মৌলভীবাজারে একটি মসজিদে জোহরের আজানের জবাব দিতে না দিতে নূর আহমদ (৭৭) নামের এক মুসল্লির মৃত্যুর কোলে ঢলে পড়েছেন।
শনিবার সদর উপজেলার পৌর এলাকার বনবীথি জামে মসজিদে এ ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার দাঁতমণ্ডল গ্রামের বাসিন্দা নূর আহমদ বনবীথি এলাকায় বসবাস করছিলেন। বৃদ্ধ বয়সেও শহরের অলিতে-গলিতে দুই-পাঁচ টাকা দামের বিভিন্ন জিনিস ফেরি করে বিক্রি করতেন তিনি।
বনবীথি জামে মসজিদের ইমাম মাওলানা মো. মুজাহিদুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নূর আহমদ প্রতি ওয়াক্ত নামাজের সময় মসজিদে সবার আগে চলে আসতেন। বরাবরের মতো শনিবার জোহরের সময় মসজিদে এসে দুই রাকাত নফল নামাজ পড়েন। পরে মুয়াজ্জিন আজান দেওয়া শুরু করলে তিনি জবাব দিচ্ছিলেন। এ সময় হঠাৎ মসজিদের মেঝেতে ঢলে পড়েন। তাঁকে একটু পানি পান করান এর পর ওনার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম জুনেদ বলেন, নূর আহমদ খুবই ভালো মানুষ ছিলেন। দুই টাকা দামের তাগা, ব্যান্ড, সুঁই, সুতা ইত্যাদি বৃদ্ধ বয়সে ও ফেরি করে বিক্রি করতেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho