
যুক্তরাষ্ট্রের ধনকুবের ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্স তাদের পরবর্তী প্রজন্মের স্টারশিপ রকেটের সফল উৎক্ষেপণ করেছে। এ উৎক্ষেপণ অনুষ্ঠানে স্বয়ং উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেক্সাসের ব্রাউনসভিলের বোকা চিকা লঞ্চপ্যাড থেকে এই রকেটটি উৎক্ষেপণ করা হয়। খবর বিবিসির।
এটি স্পেসএক্সের ষষ্ঠ স্টারশিপ রকেট পরীক্ষামূলক উৎক্ষেপণ। এসময় স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক নিজেই নবনির্বাচিত প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়ে ছিলেন। মাস্কের দাবি অনুযায়ী, এ পরীক্ষামূলক উৎক্ষেপণ পুরোপুরি সফল। মাস্কের সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা নতুন নয়। ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় মাস্ক বিপুল অর্থ দান করেছিলেন। একই সাথে একাধিক জনসভাতেও দেখা গেছে তাদের। নির্বাচিত হয়ে মাস্ককে দপ্তরও দিয়েছেন ট্রাম্প।
এ স্টারশিপটি মহাকাশে যাওয়ার পর পুনরায় পৃথিবীতে ফিরে আসবে। পরিকল্পনা অনুযায়ী এটি পুনরায় লঞ্চপ্যাডে নামার কথা ছিল। তবে আগের পরীক্ষাগুলোর অভিজ্ঞতার কারণে কিছু কারিগরি কারণে সে সিদ্ধান্ত বাতিল করা হয়। ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানায়, স্পেসএক্স পরে সিদ্ধান্ত নিয়েছে স্টারশিপ বুস্টারকে সাগরে ফেলার। তবে, এবারের মিশনে কোনো নভোচারী নেই। তবে মজার বিষয় স্পেসশিপটিতে একটি একটি কলা বেঁধে দেওয়া।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho