
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই ভারত সফরে আসবেন বলে জানিয়েছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। মঙ্গলবার এক অনলাইন বৈঠকে ভারতীয় সাংবাদিকদের তিনি জানান, সফরের নির্দিষ্ট তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে।
পুতিনের জন্য এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ ইউক্রেন সংকট শুরুর পর এটি হবে তার প্রথম ভারত সফর। এর আগে তিনি ২০২১ সালের ডিসেম্বর মাসে ভারত-রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি এসেছিলেন।
ভারতীয় গণমাধ্যমের সঙ্গে আলোচনায় পেসকভ বলেন, এই সফর দুই দেশের নেতাদের ঘনিষ্ঠ সম্পর্কের প্রতীক। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে পুতিনের এই সফরের আয়োজন করা হচ্ছে। পেসকভ বলেন, আমাদের নেতারা নিয়মিত সফর বিনিময় করেন। প্রধানমন্ত্রী মোদি রাশিয়া সফর করেছেন, এবং এবার পাল্টা সফরে প্রেসিডেন্ট পুতিন ভারত যাচ্ছেন। আমরা এই সফরের দিনক্ষণ চূড়ান্ত করার অপেক্ষায় রয়েছি।
২০২৩ সালে ব্রিকস সম্মেলনে যোগ দিতে কাজানে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। সেখানে পুতিনকে ভারত সফরের আমন্ত্রণ জানান তিনি। এছাড়া গত জুলাই মাসে মস্কোতে মোদি ও পুতিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। ভারত ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। ইউক্রেন সংঘাতের মধ্যে পশ্চিমা চাপ সত্ত্বেও ভারত মস্কোর বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি বা তাদের নিন্দা জানায়নি।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho