
জুলাই ও আগস্টে নিহতদের স্মরনে যশোর জেলা পর্যায়ে আগামী ৩০ নভেম্বর স্মরণ সভার আয়োজন করা হবে। জেলা প্রশাসনের উদ্যোগে শিল্পকলা একাডেমিতে এ স্মরণ সভা অনুষ্ঠিত হবে।
জেলা প্রশাসনের উদ্যোগ এক সভা বুধবার সকালে কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত শহীদ স্মরণসভা বিষয়ক প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম বলেন, নতুন বাংলাদেশ করতে জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত ও নিহত হয়েছে তাদের স্মরণ সভা করা হবে। স্মরণ সভা প্রামান্য চিত্র প্রদর্শন, ছবি ও লেখা সম্বলিত প্রকাশনা প্রকাশ করা হবে।
স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক ও পৌর প্রশাসক রফিকুল হাসান বলেন, শিল্পকলা একাডেমিতে স্মরণ সভা করা হবে। এর বাইরেও বসার ব্যবস্থা করা হবে।
সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান বলেন বৈষম্য ছাত্র আন্দোলনে যশোরে নিহত ২৬ জন ও আহত ২৮ জন নিশ্চিত করা গেছে। এর বাইরে আরো আহতরা থাকতে পারে। তাদের তালিকা ভুক্ত করতে ডাক্তারের প্রেসক্রিপশন থাকতে হবে।
জেলা জামাতের আমির গোলাম রসুল প্রতি বছর স্মরণ সভা করার প্রস্তাব রাখেন তিনি।সকলে দায়িত্ব নিয়ে স্মরণ সভায় নিহক ও আহতের পরিবারের সদস্যদের আনতে হবে বলেন প্রস্তাব রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক দেলোয়ার খোকন।
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন বলেন অনুষ্ঠানে কোন প্রধান অতিথি থাকবে না। জেলা প্রশাসকের সভাপতিত্বে বক্তারা বক্তব্য রাখবেন। এজন্য ব্যানারে কোন নাম থাকবে না।
বক্তব্য রাখেন, প্রেসক্লাব যশোরের সাবেক সহ সভাপতি নুর ইসলাম ,সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরে প্রধান সমন্বয়ক রাশেদ খান, সমন্বয়খ মারুফ হাসান, মাসুম বিল্লাহ, সামিউল, ফাহিম আল ফাত্তাহ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho