
যশোরে মাদক মামলায় এক যুবকের পাঁচ বছরের কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত জেলা জজ ৭ম আদালতের বিচারক মোহাম্মদ জাহিদ হোসেন টিপু এ আদেশ দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পেশকার শাহরিয়ার ইবনে আজাদ।
জানা যায়, গত ২০১৪ সালের ১২ জানুয়ারি মণিরামপুর রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা খবর পায় এক মাদক ব্যবসায়ী সাতক্ষীরা সিমান্ত দিয়ে ফেনসিডিল নিয়ে মণিরামপুরের দিকে আসছে। পরে তারা রাজগঞ্জ বাজারে অবস্থান করেন। এসময় একটি ভ্যানে করে শাহ আলমকে আসতে দেখে সন্দেহ হয় পুলিশের। পুলিশ আলমের কাছ থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আনোয়ারুল আজিম বাদী হয়ে মণিরামপুর থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে এসআই মোল্লা জিয়াদুজ্জামান আদালতে শাহ আলমকে অভিযুক্ত করে চার্জশিট জমা দেন। আজ বৃহস্পতিবার রায় ঘোষনার দিনে বিচার তার সাজা প্রদান করেন একই সাথে পলাতক থাকায় শাহ আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho