
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা কারও ভালো লাগে না। গতকাল শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর নতুন বাজার এলাকায় এক জনসভায় তিনি এ মন্তব্য করেন।
মাহমুদুর রহমান বলেন, মানুষ সংস্কারও চায়, ভোটও চায়। তবে পেটে ক্ষুধা থাকলে সংস্কারের কথা ভালো লাগে না। তাই বর্তমান সরকারের উচিত আগে ক্ষুধা নিরসনে কাজ করা।
তিনি বলেন, দেশে ৯ কোটি মানুষ দরিদ্র। এরমধ্যে ছয় কোটি মানুষের আয়ের কোনো মাধ্যমই নেই। নাগরিক ঐক্য ক্ষমতায় গেরে দরিদ্র ব্যক্তিকে মাসে ১ হাজার টাকা করে দেবে। এক পরিবারে চারজন থাকলে চার হাজার টাকা দেওয়া হবে।
নাগরিক ঐক্যের সভাপতি বলেন, সরকারের কেউ রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলতে চায় না। কিন্তু সরকার যত কথা বলবে, ততই ভালো কাজ হবে।
বিগত সরকারের সমালোচনা করে মান্না বলেন, শেখ হাসিনা মানুষের কল্যাণের জন্য কাজ করেননি। তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার মানুষ ছিলেন না। কিন্তু সেনাবাহিনী যখন তাকে জানালেন গুলি করে আন্দোলন দমানো যাবে না, তখন শেখ হাসিনা পালিয়ে গেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho