
গতকাল মা হারিয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা। তার মা নন্দিতা সেনগুপ্ত মারা গেছেন। ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ৭৬ বছর বয়সি নন্দিতা। মায়ের মৃত্যুতে ভেঙে পড়েছেন অভিনেত্রী।
সামজিক যোগাযোগ মাধ্যমে মায়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন তিনি। মায়ের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমার মা নন্দিতা সেনগুপ্ত চলে গেলেন।
এর আগে তিনি জানিয়েছিলেন, ডায়ালাইসিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে তার মাকে। নন্দিতা দেবী আরও একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন। প্রায় একমাস ধরে হাসপাতালে ছিলেন তিনি। ঋতুপর্ণা বলেন, মা চলে গেলে কি আর কিছু বলা যায়? এক মাস ধরে মা যুদ্ধ করছিল। ডাক্তাররা অনেক চেষ্টা করেছেন, তার জন্য কৃতজ্ঞ। আত্মীয়-পরিজন সবাই খোঁজ নিয়েছেন। আশা করি মা যেখানেই থাকবে, শান্তিতে থাকবে।
ঋতুপর্ণার কথায়, মা-বাবার তো কোনও বিকল্প হয় না। এখনও মা আমাকে শাসন করত, বকাবকি করত। কয়েকদিন আগেই বলেছিল, এখনও আসছ না তুমি! মায়ের এই ফোনটা তো আর কোনোদিন আসবে না। যারা মা হারিয়েছেন তারা জানেন। যাদের মা আছে খুব যত্ন করে রেখো মাকে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho