প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ১০:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৯:৪২ এ.এম
রাউজানে বিএনপি নেতা আটক

ওমান প্রবাসী সিআইপি ইয়াসিন চৌধুরীর বাড়ি পোড়ানো মামলায় চট্টগ্রামের রাউজানে আজিজুল হক (৫৫) নামে এক বিএনপি নেতাকে আটক করেছে র্যাব-৭।
রবিবার (২৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার রয়েল রোডস্থ একটি ব্যাংক কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়৷ এইদিন বিকেলে রাউজান থানায় তাকে হস্তান্তর করা হয়।
জানা যায়, আটককৃত আজিজুল হক ডাবুয়া ইউনিয়ন বিএনপি নেতা এবং সাবেক যুবদল নেতা ছিলেন। তিনি ডাবুয়া ইউনিয়নের উত্তর হিংগলা গ্রামের বাসিন্দা।
প্রবাসীর করা মামলার এজাহারে উল্লেখ করা হয়, ৩০ সেপ্টেম্বর ৫০-৬০ জন অস্ত্রধারীদের নিয়ে চিকদাইরস্থ গ্রামের বাড়িতে লুটপাটের পর আগুন দেওয়া হয়। এ সময় একটি গাড়িও পুড়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, আটক আজিজুল হকের বিরুদ্ধে ৩০ সেপ্টেম্বর উপজেলার চিকদাইরের বাসিন্দা ওমান প্রবাসী ব্যবসায়ী এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সমিতি ওমান-এর সভাপতি ইয়াসিন চৌধুরীর দুটি বাড়ি পোড়ানোর অভিযোগ রয়েছে। এ মামলায় আজিজুল হক প্রধান আসামি। অস্ত্র আইনে আরও দুটি মামলায় পরোয়ানা রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া আজিজুলের বিরুদ্ধে হত্যাসহ ১২টি মামলা ছিল।
ঘটনার পর ভুক্তভোগী ইয়াসিন চৌধুরী বলেছিলেন, ৫০-৬০ জন সন্ত্রাসী মোটরসাইকেল ও অন্যান্য বাহনে করে এসে তার বাড়িতে লুটপাট করে আগুন দেয়।
রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) মুহাম্মদ আলমগীর বলেন, আজিজুল হকের বিরুদ্ধে বাড়ি পোড়ানোসহ আরও দুটি অস্ত্র মামলায় পরোয়ানা রয়েছে। তাকে র্যাব হস্তান্তরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho