
ভারতকে প্রথম ইনিংসে দ্রুত গুটিয়ে দিয়ে টেস্ট জয়ের আভাস দিয়েও হিতে বিপরীত হলো অস্ট্রেলিয়ার জন্য। ভারতকে ১৫০ রানে অলআউট করে নিজেরা অলআউট হয়েছে ১০৪ রানে। ফলে ৪৬ রানের লিড পাওয়া ভারত দ্বিতীয় ইনিংসে প্রতিরোধ গড়ে তোলে। অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৫৩৪ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়ে ভারত টেস্ট জিতে নিয়েছে ২৯৫ রানের ব্যবধানে।
আগের দিন ৪৮৭ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস ঘোষণা করে ভারত। তৃতীয় দিনের শেষ বিকালে খেলতে নেমে ১২ রানে ৩ উইকেট হারিয়ে ফেললে পরাজয় অনেকখানি নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের। তৃতীয় দিনে নাথান ম্যাকসুয়েনি, প্যাট কামিন্স ও মারনাস লাবুশেনের উইকেট হারায় অজিরা।
চতুর্থ দিনের শুরুতেই উসমান খাজার উইকেট হারালে ১৭ রানে ৪ উইকেট হারায় অস্ট্রেলিয়া। এরপর ৬২ রানের জুটি গড়েন স্টিভেন স্মিথ ও ট্রাভিস হেড। যদিও স্মিথ মাত্র ১৭ রান করে আউট হলে ৭৯ রানেই ৫ উইকেট হারিয়ে ফেলে কামিন্সরা।
অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি ৮৯ রান করেন ট্রাভিস হেড। তার ব্যাটে অজিরা কিছুটা হারের ব্যবধান কমালেও সম্ভব হয়নি জয়ের স্বাদ পাওয়া। জাসপ্রিত বুমরাহ’র বলে ঋষভ পন্তের গ্লাভসে আটকা পড়েন তিনি। হেডের পর ৪৭ রান করা মার্শও সাজঘরের পথ ধরেন নিতিশ কুমার রেড্ডির বলে বোল্ড হন তিনি।
ওয়াশিংটন সুন্দরের এক ওভারে মিচেল স্টার্ক ও নাথান লায়নও ফিরে গেলে ২২৭ রানে ৯ উইকেট হারায় স্বাগতিকরা। রানের খাতা খুলতেই পারেননি তিনি। সবশেষ অ্যালেক্স ক্যারি হার্শিত রানার বলে বোল্ড হলে ২৩৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।
ফলে ২৯৫ রানের বড় জয় পেয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। প্রথম ইনিংসে ৫ উইকেট পাওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট শিকার করে ম্যাচসেরা হয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক জাসপ্রিত বুমরাহ। সূত্র-খবরের কাগজ
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho