প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ১০:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ৮:২৪ পি.এম
চুরি-ডাকাতির আতঙ্কে দক্ষিণ কেরানীগঞ্জের মানুষ

ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার দক্ষিণ কেরানীগঞ্জের তেঘরিয়া স্ট্যান্ড থেকে ইস্টার্ন বাজার ও জাজিরা বাজার পর্যন্ত এলাকাগুলোতে চুরি ডাকাতির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। সাধারণ এলাকাবাসী এই ধরনের ঘটনায় দোকানপাটের নিরাপত্তা ও বাড়িঘরের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। তেঘরিয়া স্কুলের সামনে রাতের আঁধারে পিকআপ গাড়ি দিয়ে শাটার কেটে একদল সঙ্গ বদ্ধ ডাকাত দোকানের শাটার কেটে সমস্ত মালামাল লুটপাট করে নিয়ে গেছে। শুধু এই ধরনের ঘটনাই নয় তেঘরিয়া স্কুলের সামনে গ্যাসের দোকান সহ অন্যান্য দোকানেও ডাকাতেরা রাতের আধারে মালামাল নিয়ে পালিয়ে গেছে। ভয়ংকর এ লুটপাটের খবর দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের কাছে অভিযোগ আকারে দেয়া হয়েছে।
গত এক সপ্তাহে একটি দুইটি নয় এই এলাকায় প্রায় ১০ টির ডাকাতের ঘটনা ঘটেছে বলে সাধারণ এলাকাবাসী এই প্রতিনিধিকে জানিয়েছেন। জাজিরা হোন্ডা স্ট্যান্ড বাজার এলাকার সাধারণ ব্যবসায়ীরা রাতে দোকানপাট বন্ধ করে বাড়িতে গিয়ে দুশ্চিন্তায় ভুগছেন। অনেকেই দোকানের সামনেই গভীর রাত পর্যন্ত নিজ দায়িত্বে পাহারা দিচ্ছেন বলে জানিয়েছেন । চুরি ডাকাতির ঘটনার কারণে এলাকায় সাধারণ গ্রামবাসী ও পরেছে বিপাকে । সাধারণ মানুষ অভিযোগ করেছেন থানা পুলিশকে এর আগেও অনেকবার বলা হয়েছে কিন্তু রাতে পুলিশ টহল না থাকায় বারবার চুরি ডাকাতির ঘটনা ঘটছে এই এলাকায় । অনেকের দোকানে এমন ভাবে চুরি করা হয় যে ,দোকানের যাবতীয় মাল রাতে ট্রাক লাগিয়ে এই দুর্ধর্ষ ডাকাতরা সব মাল লুটপাট করে নিয়ে যায় । অর্থাৎ দোকানে যা পায় সমস্ত মাল তারা গাড়ি ভরে নিয়ে যায় । গত সপ্তাহে তেঘরিয়া স্কুলের সামনে মবিল ব্যবসায়ী শাকিল মিয়ার দোকানে রাতের আঁধারে ট্রাক লাগিয়ে সমস্ত মালামাল নিয়ে যায় ডাকাতরা।
এ ব্যাপারে শাকিল দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন । অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেন। এলাকার সাধারণ ব্যবসায়ীরা ও গ্রামবাসী জানিয়েছেন তেঘরিয়া স্ট্যান্ড থেকে জাজিরা বাজার পর্যন্ত এলাকায় রাতে নিয়মিত পুলিশি টহল জোরদার করা হলে এই এলাকায় ডাকাতি ও চুরি কমবে বলে তারা আশা করছেন । তারা প্রশাসনের কাছে এই এলাকাগুলোতে নিয়মিত পুলিশি টহলের ব্যবস্থার দাবি করেছেন। জাজিরা ,স্ট্যান্ড বাজার, চর বক্তাবলী, বনগ্রাম , মির্জাপুরের বাসিন্দা ও দোকানদার আব্দুর রহিম, সজীব, রাজিব, মন্টু, সেন্টু, কমল সরকার, মালা সরকার, চৈতন সরকার, তাপস মন্ডল, ফিরোজ, আমান সহ এলাকার প্রায় ৩০ জন ব্যক্তি এই প্রতিনিধিকে জানিয়েছেন যে তারা প্রতিদিনই ছোট বড় বিভিন্ন ডাকাতি ও চুরির ঘটনার মধ্যে দিয়ে দিন পার করছেন। তারা আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেছেন । এছাড়া এলাকার বাসিন্দারা মাদকাসক্ত ব্যক্তিদের অবিলম্বে আটক করে মাদক ব্যবসা বন্ধের দাবি করেছেন । সাধারণ গ্রামবাসী ও ভুক্তভোগীরা আরো জানিয়েছেন অধিকাংশ চুরি ডাকাতির ঘটনা থানা পুলিশ পর্যন্ত খবর না যাওয়ার কারণেও অনেক ক্ষেত্রে প্রশাসন ব্যবস্থা নিতে পারছেন না । ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানিয়েছেন, একা তো ডাকাতি হয়ে সব চুরি হয়ে যাচ্ছে, তার উপরে থানায় গিয়ে মামলা করতে এবং পুলিশ আনতে যে খরচ পড়ে সে খরচ তাদের দেওয়া সম্ভব হয় না । তাই অনেক ক্ষেত্রেই পুলিশের সাপোর্ট পাওয়া যায় না । আবার পুলিশ ঘটনার স্থান পরিদর্শন করলেও ডাকাতের সাথে কাউকে ধরার ব্যাপারে তেমন কোন ভূমিকা থাকে না বলে তারা অভিযোগ করেছেন। রাতের বেলা বিভিন্ন পিকআপ ও গাড়িগুলো তল্লাশি করার দাবি করেছে এলাকাবাসী । এক শ্রেণীর ডাকাতরা শাকিল কে
তাই এলাকাবাসীর অবিলম্বে তেঘরিয়া থেকে ইস্টার্ন বাজার এলাকার রাস্তাঘাটের পাশে অবস্থিত বাড়িঘর ও দোকান পাকে ডাকাতি বন্ধের লক্ষ্যে থানা পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর রাত্রি বেলার টহল জোরদারের দাবি করেছেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho