প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৩১, ২০২৫, ৩:১০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৪, ১১:৩০ এ.এম
বৈষম্যবিরোধী আন্দোলনে বিস্ফোরক মামলার আসামি হাকিম গ্রেপ্তার

মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীর মামলায় খলিপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২৫শে নভেম্বর) সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর ফাঁড়ি পুলিশ ঐ অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলার এক আসামী খলিলুর ইউপি'র কেশবচর এলাকায় অবস্থান করছে। তাৎক্ষণিক শেরপুর ফাঁড়ি পুলিশের একটি দল ঐ এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় অভিযানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম অভিযুক্ত আসামি সদর উপজেলার কেশবচর এলাকার মৃত আব্দুল হাফিজের ছেলে খলিলপুর ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাকিমকে (৪৮) গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে শেরপুর ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই শিপু কুমার দাস বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার সদর মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৬শে নভেম্বর) আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho