
বলিউডে পা রাখার পর থেকেই এই সমালোচনার মুখে পড়তে হয়েছে বলিউডের বিউটি কুইন ক্যাটরিনা কাইফকে। সমালোচকদের দাবি, সালমান খানের হাত ধরেই নাকি বলিউডে বেড়ে উঠেছেন ক্যাটরিনা। শুধু তাই নয়, সালমান, এমনকী পরে রণবীরকেও ভাঙিয়ে নাকি বলিউডে নিজের অবস্থান পোক্ত করেছেন ক্যাটরিনা। যদিও এসব সমালোচনাকে পাত্তা দেননি ক্যাটরিনা। বরং নিজেকে বার বার প্রমাণ করতে এগিয়ে গেছেন।
তবে এরই মধ্যে ক্যাটরিনাকে নিয়ে এল এক নতুন খবর। শোনা যাচ্ছে, অভিনয়কে বিদায় জানিয়ে এবার নাকি পরিচালনার দায়িত্ব কাঁধে নিচ্ছেন ক্যাটরিনা! তবে অভিনয় কি সত্যিই ছাড়ছেন কি না, সে বিষয়টি স্পষ্ট নয়।
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায়, বরফের মধ্যে অ্যাকশন অবতারে ক্যাটরিনা। যার এই ঝলক রীতিমতো নজর কেড়েছে নেটিজেনদের।
ভিডিও প্রসঙ্গে জানা গেছে, এই ছবির পরিচালক ক্যাটরিনা! তবে কয়েক সেকেন্ডের এই ভিডিও ছাড়া আপাতত এই ছবি নিয়ে বিস্তারিত কিছু জানাননি ক্যাটরিনা। তবে ধারণা করা হচ্ছে, নতুন বছরে নিশ্চয়ই কোনো বড় চমক দিতে চলেছেন বলিউডের এই বিউটি কুইন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho