প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ২:৪১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৮, ২০২৪, ৪:৫৫ পি.এম
চট্টগ্রাম গভ. মুসলিম হাই স্কুলে হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

সন্ত্রাসী সংগঠন ইস্কনের হামলার প্রতিবাদে ২৮ নভেম্বর বৃহস্পতিবার সকাল ১১টায় চট্টগ্রাম গভ. মুসলিম হাই স্কুল প্রাঙ্গণে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রদের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এম.এ. হান্নান, রোকন উদ্দীন, তৌসিফ, ওমর ফয়সাল, অনি এবং অন্যান্যরা। বক্তারা স্কুলে হামলার ঘটনায় দ্রুত তদন্ত ও সুষ্ঠু বিচার দাবি করেন।
মুসলিম হাই স্কুলের প্রাক্তন ছাত্র এম.এ. হান্নান বলেন, “এই হামলা শুধুমাত্র স্কুলের ওপর আক্রমণ নয়, এটি আমাদের ঐতিহ্য ও পরিচিতির ওপর আঘাত। হামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে হবে।”
তিনি আরও বলেন, “অ্যাডভোকেট আলিফকে এই বিদ্যালয়ের সামনে থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা বরদাশত করা হবে না। মুসলিম হাই স্কুলের সামনে আলিফ ভাইয়ের নির্মম হত্যার বিচার চাই।”
বক্তারা ইস্কনকে একটি সন্ত্রাসী ও জঙ্গি সংগঠন হিসেবে উল্লেখ করে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করার দাবি জানান। তারা বলেন, “ইস্কনকে এই দেশে নিষিদ্ধ করতে হবে এবং তাদের সকল কার্যক্রম বন্ধ করতে হবে।”
বক্তব্যে আরও উঠে আসে চট্টগ্রাম-৯ আসনের সাংসদ নওফেল ও তার সহযোগীদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ। তারা নওফেলসহ এই হামলার পেছনে থাকা সকল ষড়যন্ত্রকারীদের গ্রেফতারের দাবি জানান।
বক্তারা বলেন, “বাংলার মাটিতে চিন্ময়ের ফাঁসি দিতে হবে। আমরা এদেশে সন্ত্রাসীদের কোনো স্থান দিতে পারি না।” শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে বিক্ষোভ সমাবেশটি শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho