প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৩, ২০২৬, ১:১৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৩:৪৩ পি.এম
রুমায় কেএনএ’র আস্তানায় সেনাবাহিনীর অভিযান, অস্ত্র উদ্ধার

বান্দরবান রুমা উপজেলার কূতাঝিরি এলাকায় কেএনএ"র আস্তানা থেকে সেনাবাহিনী অস্ত্র উদ্ধার করে। শুক্রবার (২৯ নভেম্বর) ভোরে সেনাবাহিনী কেএনএ"র বিরুদ্ধে চলমান চিরুনি অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করেছে সুত্র জানায়।
ওই এলাকায় গত ২৪ নভেম্বর থেকে চলমান অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী কেএনএ (কুকি-চিন ন্যাশনাল আর্মি) বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে চিরুনি অভিযান চালিয়ে আসছে ও দফায় দফায় বেশ কয়েকটি অস্ত্র, অন্যান্য সন্ত্রাসী সরঞ্জাম উদ্ধার করতে সক্ষম হয়েছে। সেনাবাহিনীর এ গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন ও চলমান অভিযান স্হানীয় সাধারণ গ্রামবাসীরাও সাধুবাদ জানায়।
নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, রুমা উপজেলার দুর্গম কূতাঝিরি এলাকাটি সশস্ত্র সংগঠন কেএনএ-এর আঞ্চলিক সদরদপ্তর হিসেবে ব্যবহৃত হয়ে আসছিলো যা দখলে নেয় সেনাবাহিনী। সেনাবাহিনীও বিশ্বস্ত সুত্রকে কাজে লাগিয়ে এই সফল অভিযানে নেমে পরলে বিদ্রোহীদের কার্যক্রমে বড় ধাক্কা হিসেবে ধরা হচ্ছে বলে এলাকাবাসী মনে করেন।
স্থানীয় জনগণের প্রতিক্রিয়ায় জানায়, সাম্প্রতিক মাসগুলোতে কেএনএ তাদের সশস্ত্র কার্যক্রম বাড়িয়ে তোলে, যা স্থানীয় জনগণের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়ায়। কূতাঝিরি এলাকার স্থানীয় জনগণ সেনাবাহিনীর এই কার্যক্রমকে স্বাগত জানিয়েছে। তারা বলেছে, এই অভিযান আমাদের শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা চাই পাহাড়ি এলাকাগুলোতে শান্তি ফিরে আসুক।
অভিযান পরিচালনার কারণঃ কেএনএ বিদ্রোহীরা দীর্ঘদিন ধরে পার্বত্য এলাকায় সশস্ত্র কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাদের কার্যক্রমে স্থানীয় প্রশাসন এবং সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। সেনাবাহিনী এবং নিরাপত্তা বাহিনীর তৎপরতায় পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টা চলমান রয়েছে। কেএনএ-এর বিরুদ্ধে এই অভিযান পাহাড়ি এলাকায় নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho