প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২, ২০২৫, ৫:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৯, ২০২৪, ৫:৪৮ পি.এম
ক্ষেতলালে বীজ আলু ও সারের দামে বেকায়দায় কৃষকরা

বীজ আলু কেনা নিয়ে বিপাকে পড়েছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কৃষকরা। প্রতিবস্তা উচ্চ ফলনশীল আলু বীজে সরকার ও কোম্পানি নির্ধারিত দামের প্রায় দ্বিগুন দামে ও টিএসপি, এমওপিসহ প্রয়োজনীয় সার বিক্রিতেও নিচ্ছেন অতিরিক্ত মূল্য।ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেও মিলছেনা সুরাহা।
দেশের অন্যতম আলু উৎপাদনকারী জেলা উত্তরবঙ্গের জয়পুরহাট। মধ্য কার্তিক থেকেই আলুর বীজ রোপনের জন্য কৃষকরা তাদের জমিতে হাল চাষ করেন। এরপর প্রয়োজনীয় সার প্রয়োগ করে বীজ আলু রোপন করেন নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে। তবে এবার বীজ আলু কিনতে গিয়ে বেকায়দায় পড়েছেন চাষিরা। স্থানীয় ডিলারদের কাছ থেকে প্রতি বস্তা উচ্চ ফলনশীল আলু বীজে সরকার কিংবা কোম্পানি নির্ধারিত দামের চেয়ে ১৫শ থেকে ২ হাজার টাকা পর্যন্ত বেশি গুনতে হচ্ছে। এছাড়াও কিছু অসৎ ব্যবসায়ী এমওপিসহ প্রয়োজনীয় সার বিক্রিতেও নিচ্ছেন বেশি দাম।
কৃষকরা জানান, আলু বীজের দাম অত্যন্ত বেশি। পাশাপাশি সারও কিনতে হচ্ছে বাড়তি দামে। এভাবে চললে আলু চাষ বাদ দিতে হবে।
এসব অভিযোগ অস্বীকার করে স্থানীয় ডিলারদের দাবি, কোম্পানি ও সরকার নির্ধারিত মূল্যেই আলুর বীজ ও সার বিক্রয় করা হচ্ছে। কৃষকদের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট।
তবে বেশি দামে বিক্রির অভিযোগের সত্যতা পেয়েছেন বলে জানান ক্ষেতলাল উপজেলা কৃষি কর্মকর্তারা জাহিদুর রহমান। তিনি বলেন, সরকার নির্ধারিত দামে সার ও বীজ বিক্রি করতে প্রত্যেক ডিলারকে নির্দেশনা দেয়া হয়েছে।
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদফতরের শস্য বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক মজিবুর রহমান বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ৫০টির অধিক মোবাইলকোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযুক্তদের ইতোমধ্যে শাস্তির আওতায় আনা হয়েছে।
এদিকে, জয়পুরহাটের জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী বলেন, প্রতিটি এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও টাস্কফোর্স অভিযান অব্যাহত আছে। গত ১৫ দিনে ৫০টির মতো ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে একাধিক ব্যবসায়িকে জরিমানা ও তাদের ডিলারশিপ বাতিলের জন্য সুপারিশ করা হয়েছে। এ কার্যক্রম আগামীতেও চলমান থাকবে।
উল্লেখ্য, জেলার ক্ষেতলাল উপজেলায় এবার ৯ হাজার হেক্টর জমিতে আলু রোপনের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য শস্যটির বীজ প্রয়োজন ১৫ হাজার মেট্রিক টন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho