
জামায়াতে ইসলামীর আমির ডা.শফিকুর রহমান বলেছেন, যারা আমাদের নিষিদ্ধ করেছিল, জনগন তাদের নিষিদ্ধ করে দিয়েছে। স্বৈরাচারের পতনের সাথে সাথে দেশ থেকে সমস্ত জুলুম নির্যাতনের অবসান হয়েছে। আগামীতে এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে কোন জাতপাত দল ধর্মের ব্যবধান থাকবে না।
আজ শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় যশোর শহরের চাঁচড়া চেকপোস্ট মোড়ে পথসভায় বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন তিনি।
যশোর ঐতিহ্যবাহী এবং আন্দোলন সংগ্রামের এলাকা উল্লেখ জামায়াতের আমির বলেন, নবম ডিভিশনের সেক্টর কমান্ডার স্বাধীন বাংলাদেশে প্রথম মেজর এম এ জলিল তার সঙ্গিদেরকে সাথে নিয়ে লুটেরাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন যশোর থেকে। তাই আমরা যশোরকে বিশেষ দৃষ্টিতে দেখি।
বক্তব্য শেষে সম্প্রতি যশোরে সন্ত্রাসী হামলা নিহত জামায়াত নেতা আমিনুল ইসলাম সজলের সন্তানকে কোলে নিয়ে আদর করেন ডা. শফিকুর রহমান।
৩০ নভেম্বর সাতক্ষীরায় রুকন ও কর্মী সম্মেলনে যাবার পথে যশোরে পথ সভায় নেতা-কর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা করেন। এসময় হাজার হাজার নেতাকর্মী পথসভায় উপস্থিত হলে রীতিমত জনসভায় রুপ নেয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যাপক গোলাম রসুল। বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওলানা আবু জাফর, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান সহ-সেক্রেটারি অধ্যাপক গোলাম কুদ্দুস, বেলাল হুসাইন, মাওলানা রেজাউল করিম, আনোয়ারুল ইসলাম, নুর আলা নুর মামুন, আবু ফয়সাল প্রমুখ।
জামায়াত আমীরের আগমন উপলক্ষ্যে নেতা-কর্মীদের মধ্যে উচ্ছাস দেখা যায়। আগামী ২৭ ডিসেম্বর যশোরে কর্মী সম্মেলন আয়োজন করা হবে বলে জানান নেতৃবৃন্দ।
সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে বিমানযোগে যশোরে আসলে নেতৃবৃন্দ সেখানে শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, ৩০ নভেম্বর সাতক্ষীরা বালক বিদ্যালয়ে বিশাল রুকন এবং কর্মী সম্মেলনে বক্তব্য রাখবেন তিনি। যাবার পথে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা এবং শার্শার নাভারণ সাতক্ষীরা মোড়ে পৃথক পথসভায় বক্তব্য রাখেন।
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho