প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৩:২৯ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৪, ১০:২৯ এ.এম
ফ্রান্সের হাতছাড়া হচ্ছে আফ্রিকার আরেক দেশ চাদ

মধ্য আফ্রিকার দেশ চাদ জানিয়েছে, তারা সাবেক ঔপনিবেশিক শাসক ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তির ইতি টেনেছে। এর ফলে দেশটি থেকে ফ্রান্সের সেনাদের চলে যেতে হতে পারে।
বর্তমানে চাদে ফ্রান্সের এক হাজার সেনা ও যুদ্ধবিমান মোতায়েন রয়েছে। সামরিক অভ্যুত্থানকে কেন্দ্র করে গত দুই বছরে মালি, নাইজার, বুরকিনা ফাসো থেকে নিজেদের সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে ফ্রান্স।
ফ্রান্সকে অপরিহার্য অংশীদার উল্লেখ করে গত বৃহস্পতিবার চাদের পররাষ্ট্রমন্ত্রী আব্দেরামান কৌলামাল্লা বলেন, ফ্রান্সের এখন এটাও বিবেচনা করা উচিত যে চাদ এখন পরিণত একটি দেশ। তারা একটি সার্বভৌম রাষ্ট্র। কৌলামাল্লা অবশ্য ফ্রান্সের সেনাদের সরিয়ে নেওয়ার জন্য কোনো সময় উল্লেখ করেননি। চাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ফ্রান্সের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি সমাপ্তির সিদ্ধান্ত তাদের কৌশলগত অংশীদারকে নতুন করে সংজ্ঞায়নের সুযোগ তৈরি করে দেবে।
চাদ সরকারের সিদ্ধান্তের বিষয়ে তাৎক্ষণিকভাবে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য মেলেনি। অতীতে পশ্চিমা দেশগুলোর সামরিক বাহিনীকে নিবিড়ভাবে সহযোগিতা করে এসেছে চাদ। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে দেশটি রাশিয়ার দিকে ঝুঁকেছে।
সূত্র : আলজাজিরা
সম্পাদক ও প্রকাশক: মহসিন মিলন
সম্পাদকীয় পরিষদ
সম্পাদক মন্ডলীর সভাপতি: নুরুজ্জামান লিটন, ভারপ্রাপ্ত সম্পাদক: রোকনুজ্জামান রিপন, নির্বাহী সম্পাদক: আব্দুল লতিফ, যুগ্ন নির্বাহী সম্পাদক: আলহাজ্ব মতিয়ার রহমান, সহকারী সম্পাদক: সাজ্জাদুল ইসলাম সৌরভ, মামুন বাবু, বার্তা সম্পাদক: নজরুল ইসলাম
সম্পাদকীয় কার্যালয়
বার্তা ও বানিজ্যক কার্যালয়: গাজীপুর আবাসিক এলাকা, বেনাপোল, যশোর। ইমেইল: mohsin.milon@gmail.com, bartakontho@gmail.com ফোন: ৭৫২৮৯, ৭৫৬৯৫ মোবা: ০১৭১১৮২০৩৯৪
All Rights Reserved © Barta Kontho